Header Ads

ডিফু লোকসভা আসনে এএসডিসি-র প্রার্থী হলিরাম টেরাং

বিপ্লব দেব, হাফলংঃ কার্বি-আংলং ও ডিমা হাসাও জেলা মিলে একমাত্র ডিফু লোকসভা সংরক্ষিত আসনে কংগ্রেস বিজেপি এখনও তাদের প্রার্থীর নাম ঘোষনা না করলে ও ডিফু লোকসভা আসনে আঞ্চলিক রাজনৈতিক দল এএসডিসি তাদের প্রার্থীর নাম ঘোষনা করে শনিবার। এএসডিসি ডিফু লোকসভা আসনে প্রার্থী করেছে হলিরাম টেরাংকে। অন্যদিকে ডিফু লোকসভা আসনে কংগ্রেস দলের প্রার্থী হিসেবে রাজ্যের প্রাক্তন মন্ত্রী খরসিং ইংতির নাম চর্চায় থাকলে ও শেষ মুহুর্তে বর্তমান সাংসদ বীরেন সিং ইংতিকে শেষ মুহুর্তে প্রার্থী করতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে ডিফু লোকসভা আসন কংগ্রেসের দখলে রাখতে দল বর্ষীয়ান নেতা বীরেন সিং ইংতির উপরই আস্থা রাখতে চাইছে। অন্যদিকে কার্বি-আংলং স্বশাসিত পরিষদের সিইএম তুলিরাম রংহাং ও তার স্ত্রীর নাম বিজেপির প্রার্থী হিসেবে চর্চায় থাকলে ও তুলিরাম রংহাং ডিফু লোকসভা আসনে প্রার্থী হতে অনিচ্ছা প্রকাশ করায় এবার বিজেপি কার্বি-আংলং স্বশাসিত পরিষদের অধীনে থাকা পূর্ত বিভাগের দায়িত্বে থাকা ইএম হরেন সিং বে-কে প্রার্থী করতে পারে। সবকিছু ঠিকঠাক থাকলে হরেন সিং বে ডিফু লোকসভা আসন থেকে বিজেপি-র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সোমবার আনুষ্ঠানিক ভাবে বিজেপি-র প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। উল্লেখ্য আগামী ১৯ মার্চ রাজ্যে দ্বিতীয় পর্যায়ে লোকসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে। এবং আগামী ১৮ এপ্রিল শিলচর করিমগঞ্জ ও নগাঁও মঙ্গলদৈ লোকসভা আসনের সঙ্গে কার্বি-আংলং ডিমা হাসাও জেলা মিলে একমাত্র ডিফু লোকসভা (সংরক্ষিত) আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.