Header Ads

অবাধে চলছে চোলাই মদ ও বিদেশী মদের অবৈধ ব্যবসা


নয়া ঠাহর প্রতিবেদন শিলচরঃ কিছু দিন পূর্বে গোলাঘাটে অবৈধ মদ সেবনের ফলে মৃত্যু হয় শতাধিক লোকের । রাজ্যে  শুরু হয় চোলাই মদের অবৈধ ব্যবসার বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় অভিযান । কাছাড়েও চলে ব্যাপক অভিযান।  তাসত্বেও এখনও বেপরোয়া ভাবে শিলচর শহরের নিকটবর্তী স্থানগুলিতে চলছে চোলাই মদ ও বিদেশী মদের অবৈধ ব্যবসা। শিলচর মেডিকেল পয়েন্টের পরবর্তী স্থান থেকে শুরু করে আইরেংমারা পর্যন্ত রয়েছে অসংখ্য অবৈধ চোলাই ও বিদেশী মদের ঠেকা। যা  সমাজের পক্ষে শুভ লক্ষণ নেই । কারণ এই অঞ্চলে রযেছ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো।  এই প্রতিষ্ঠানগুলোতে পড়তে আসা ছাত্রদের উপরও এই অবৈধ ব্যবসার প্রভাব পড়তে বাধ্য । তাই অনতিবিলম্বে জেলা প্রশাসনের উচিত পদক্ষেপ নেওয়া দরকার যাতে গোলাঘাটে কাণ্ডের পুনরাবৃত্তি না ঘটে,  স্থানীয় লোকদের মতামত । উল্লেখ্য, এ অঞ্চল আবগারি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যর ঘরের পাশে ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.