Header Ads

ত্রিপুরার দুই লোকসভা আসনে প্রার্থী প্রায় ঠিক

 
 নয়া ঠাহর প্রতিবেদন,  আগরতলাঃ আসন্ন লোকসভা নির্বাচন ২০১৯ কে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরার দুটি লোকসভা আসনে প্রার্থী চয়ন প্রক্রিয়া  সম্পন্ন  তথা রবিবারই নাম ঘোষণা হতে পারে বলে খবর মিলেছে । পশ্চিমে প্রতিমা ভৌমিক তথা পূর্বে রেবতী কুমার ত্রিপুরা নাম  প্রায় ঠিক। গত ২০১৮ এর নির্বাচনে ত্রিপুরার জনগণ মরণপন লড়াই করে কমিউনিস্ট এর কবল থেকে নিজেদের মুক্ত করতে পেরেছে । তারপর থেকে রাজ্যের বিজেপির  সাধারণ সম্পাদিকা প্রতিমা দিদি ত্রিপুরার অগ্নি কন্যা নামে খ্যাতি লাভ করেছেন।  কিন্তু গত এক বছরে অগ্নি কন্যা দিদির আশীর্বাদে ত্রিপুরার বিজেপির সংঘঠন লাটে উঠেছে, বিশেষ সূত্রের  খবর।  দুটি আসনে প্রার্থী ঘোষণা নিয়ে রাজ্যের জনগণ সন্তুষ্ট।  পূর্বের রেবতী দাদাকে পেয়ে কৰ্মকর্তারা বিশেষ উৎসাহিত কেননা দাদা উচ্চশিক্ষিত তথা বেদাগ ও  কেন্দ্রীয় নেতৃত্বের কাছের লোক বলে পরিচিত।  অপরদিকে দিদিকে কে ত্রিপুরা থেকে সাংসদ করে দিল্লীতে তাড়াতে পেরে কৰ্মকর্তারা সন্তুষ্ট । কেননা, সূত্রের খবর, দিদির আশীর্বাদেই নাকি ২০১৮ এর বিধানসভাতে উত্তরের তিনটি  সিট বিজেপিকে হারাতে হয়েছে।  এবার দিদির দিল্লি বিসর্জনের পর কার্যাকর্তারা আশাবাদী যে ত্রিপুরা তে সঠিক অর্থে মোদিজির সবকা সাথ সবকা বিকাশ এর নীতি কার্য্যকরী করা যাবে।  দুটি আসনেই বিজেপি জয়ী হবে বলে দলের কর্মকর্তারা আশাবাদী, মোদি হাওয়া বহাল থাকবে।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.