Header Ads

নিৰ্বাচনী ইস্তাহার প্ৰকাশ করলেন তৃণমূল সুপ্ৰিমো মমতা বন্দ্যোপাধ্যায়

নয়া ঠাহর প্ৰতিবেদন, কোলকাতাঃ লোকসভা নিৰ্বাচন ২০১৯এর আর হাতে গোনা দিন বাকি। তার আগে বুধবার দলীয় ইস্তাহার প্ৰকাশ করলেন তৃণমূল সুপ্ৰিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নিৰ্বাচনী ইস্তাহারে কৃষকদের বিভিন্ন সমস্যা এবং নোট বাতিলের তদন্তের ওপর জোর দিয়েছেন তৃণমূল নেত্ৰী। এদিন কালীঘাটের বাড়ি থেকে দলীয় ইস্তাহার প্ৰকাশ করেন মমতা। মোদি জমানায় সবচেয়ে বড় ও বিতৰ্কিত ইস্যু হচ্ছে নোটবাতিল এবং জিএসটি। এদিন সাংবাদিকদের তিনি বলেন- কার স্বাৰ্থে নোট বাতিল? ক্ষমতায় এলে তদন্ত হবে। জিএসটি নিয়েও কেন্দ্ৰীয় সরকারকে তোপ দেগে তিনি বলেন ক্ষমতায় এলে জিএসটি পুনৰ্বিবেচনা করা হবে। বাংলা, ইংরেজি, হিন্দি ও বেশ কয়েকটি আঞ্চলিক ভাষা সহ ৬টি ভাষায় তৃণমূলের ইস্তেহার প্রকাশ করা হয়। দেশের ছাত্র ও যুব সম্প্রদায়ের জন্য বেশি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বাংলায় কর্মসংস্থান ৪০ শতাংশ বাড়ানো হয়েছে বলে দাবি তৃণমূল নেত্ৰীর।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.