পশ্চিমবঙ্গে সরকার গঠিত কমিটির সঙ্গে অনশনকারী প্ৰতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সমাধান সূত্ৰ বেরনোর সম্ভাবনা
নয়া ঠাহর প্ৰতিবেদন, কোলকাতাঃ কোলকাতায় রাস্তার ধারে নিজেদের প্ৰাপ্যের দাবিতে এসএসসি চাকরী প্ৰাৰ্থীদের অনশন বৃহস্পতিবার ২৯ দিনে পরল। বুধবার মুখ্যমন্ত্ৰী মমতা বন্দ্যোপাধ্যায় অনশনকারীদের সঙ্গে দেখা করেছেন। অনশনকারীদের পাশে থাকার বাৰ্তা দিয়েছেন মুখমন্ত্ৰী। অনশনকারীরা অভিযোগ করেছেন মুখ্যমন্ত্ৰী চলে যাওয়ার পর বুধবার রাত ১২ টা নাগাদ তাদের অনশন তুলে দেওয়ার জন্য পুলিশ চাপ তৈরি করেছে। অনশনকারীদের প্ৰতিনিধিদের সঙ্গে সরকার গঠিত কমিটির বৈঠক হওয়ার কথা। তারপরই পরবৰ্তী পদক্ষেপ কী হবে তা স্থির করবেন এসএসসি চাকরীপ্ৰাৰ্থীরা। তবে অনশন তুলে নেওয়ার ব্যাপারে অনশনকারীরা ইতিবাচক বাৰ্তাই দিয়েছেন এমনটাই আশা করা হচ্ছে।









কোন মন্তব্য নেই