Header Ads

তেলেঙ্গানায় জুনিয়র ন্যাশনাল বেসবল চ্যাম্পিয়নশিপ-এ সুযোগ পেল অসমের দল

নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ চলতি বছরের ২৯ মাৰ্চ থেকে তেলেঙ্গানার করিমনগরে অনুষ্ঠিত হচ্ছে জুনিয়র ন্যাশনাল বেসবল চ্যাম্পিয়নশিপ। চলবে ২ এপ্ৰিল পৰ্যন্ত। এই চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বুধবার অসম থেকে ১৭ জন খেলোয়াড় সমেত একটি দল তেলেঙ্গানার উদ্দেশ্যে রওনা দেয়। এই দলটিতে নিৰ্বাচিত খেলোয়াড়দের নাম হচ্ছে ক্ৰমে রুজাইল আহমেদ, তসির রহমান, রাতুল ডেকা, নাওজিগলেন লুওয়াঙ, আবুজাম পইরাতন লুওয়াঙ, প্ৰস্তুত প্ৰতিম নাথ, গৌতম রাজবংশী, ধ্ৰুবজ্যোতি কলিতা, সুশান্ত পাল, ইলিয়াস আহমেদ, রুজাল আহমেদ, জিয়া উদ্দিন মহম্মদ সিরাজ, ইউসুফ সালিম হুসেন, ভবেশ নাথ, নবজিত দাস। অসমের মরিগাঁও জেলার কোপাহরা প্ৰশিক্ষণ শিবির থেকে বাছাই করা খেলোয়াড়দের এই চ্যাম্পিয়নশিপের জন্য নেওয়া হয়েছে।নয়া ঠাহরকে এখবর জানালেন অসম বেসবল অ্যাসোসিয়েশন-এর জেনারেল সেক্ৰেটারি ড০ আসমা বেগম।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.