Header Ads

রমানাথ ভট্টাচার্য ফাউন্ডেশন মুম্বাইয়ের নবম সাহিত্য পুরস্কার প্রদান


দেবযানী পাটিকর, গুয়াহাটিঃ রমানাথ ভট্টাচার্য ফাউন্ডেশন মুম্বাইয়ের উদ্যোগে নবম সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে পদ্মনাথ বিদ্যবিনোদ সাহিত্য পুরস্কার ও রমানাথ বিশ্বাস সাহিত্য পুরস্কার দেওয়া হয় কবি অনুভব তুলসী ও পীযূষ রাউতকে। রবিবার মহানগরের উজানবাজারের বিবেকানন্দ কেন্দ্রে এক গাম্ভীর্যপূৰ্ণ অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়।
উল্লেখ্য, রমানাথ ভট্টাচার্য ফাউন্ডেশনের দ্বারা গত আট বছর ধরে দুটি সাহিত্য পুরস্কার পদ্মনাথ বিদ্যবিনোদ সাহিত্য পুরস্কার ও রমানাথ বিশ্বাস সাহিত্য পুরষ্কার অসমিয়া এবং বাঙালী কবিদের দিয়ে আসছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.