Header Ads

আচমকা অসম, উত্তরবঙ্গে কালবৈশাখী ঝড়ে মঙ্গলবার ব্যহত হল স্বাভাবিক জনজীবন

 নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটি/কোলকাতাঃ মঙ্গলবার হঠাৎ অসময়ে অসম সমেত উত্তরবঙ্গে নেমে আসে কালবৈশাখী। প্ৰচণ্ড ঝড় এবং বৃষ্টিতে ব্যহত হয় স্বাভাবিক জনজীবন। অসমের বিভিন্ন জেলা সহ গুয়াহাটি শহরে ঘন্টাখানেকের জন্য ব্যহত হয় যানবাহন চলাচল। এদিন সকাল থেকে আকাশ পরিষ্কার ছিল। দুপুর একটা নাগাদ আসা এই ঝড় ও বৃষ্টির ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়ে। দিন দুপুরে চারদিক অন্ধকার হয়ে আসে। মহানগরের রাস্তাঘাটে তীব্ৰ যানজটের সৃষ্টি হয়। সে সময় বহু বিদ্যালয় ছুটি হয়ে যাবার ফলে অনেক ছাত্রছাত্রীরাও আটকে পড়ে। ওদিকে ঝড়ের ফলে অনেক জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে, গাছ উপড়ে গিয়ে যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে যায়। অনেক জায়গায় জল জমে যায়। শুকনোর মরশুমে বৃষ্টি খানিকটা স্বস্তি দিলেও গোটা রাজ্যে ঝড়ে বেশ কিছু ক্ষয়ক্ষতিও হয়। গাড়ি নষ্ট হয়, বিদ্যুতের খুঁটি উপড়ে যায়। তার ছিঁড়ে শহরে বিভিন্ন জায়গায় বিদ্যুৎত সংযোগ বিচ্ছিন্ন হয়। ছেত্রীবাড়ি, উলুবাড়ী, এটিরোড, আটগাঁও, মালিগাঁও, জালুকবাড়ি এইসব জায়গায় বিদ্যুতের যোগাযোগ বিচ্ছিন্ন হয়। অন্যদিকে, পাৰ্শ্ববৰ্তী রাজ্য পশ্চিমবঙ্গের দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি ও কোচবিহারে ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়ি। বিভিন্ন জায়গায় গাছ উপড়ে যায়। কার্শিয়াঙে গাছ পড়ে কিছুক্ষণের জন্য যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে গাছ কেটে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। আলিপুরদুয়ার সহ ডুয়ার্স জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড়, বৃষ্টিতে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়। কোচবিহারে ধুলোর ঝড়ে শহর অন্ধকারে ঢেকে যায়। একাধিক এলাকায় গাছ ভেঙে পড়ে বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। একই চিত্র শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়। তবে এদিন সারাদিনই মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.