ছত্রিশগড়ের গভীর জঙ্গলে ১ লক্ষ ৭০ হাজার একর জমিতে আদানী গোষ্ঠীকে খননের ছাড়পত্র দিল কেন্দ্রের পরিবেশ মন্ত্রক
প্ৰতীকী ছবি
নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ কেন্দ্রের পরিবেশ মন্ত্রক ছত্রিশগড়ের গভীর জঙ্গলে ১ লক্ষ ৭০ হাজার একর জমিতে খননের ছাড়পত্র দিল। পরসমের গভীর জঙ্গলে খোলামুখ খনির জন্য গত ২১ ফেব্রুয়ারি কেন্দ্রের পরিবেশ মন্ত্রক আদানী গোষ্ঠীকে এই অনুমতি দিয়েছে। এর ফলে বিশাল এলাকার বনাঞ্চল চিরতরে নষ্ট হয়ে যাবে। এর আগে দু’বার এই প্রস্তাব আটকে গিয়েছিল। এবার আর শেষ রক্ষা হল না। এই প্রস্তাবে ছাড়পত্র পেয়ে যাবার ফলে রাজনৈতিক মহলে যেমন প্রশ্ন উঠেছে তেমনি উদ্বিগ্ন হয়ে উঠেছে পরিবেশবিদ ও স্থানীয় লোকেরা । বর্তমানে এটি রাজস্থান বিদ্যুৎ উৎপাদন নিগমের হাতে রয়েছে। পরিবেশ মন্ত্রকের দেওয়া অনুমতির পর আদানী গোষ্ঠীর সংস্থা রাজস্থান কোলিয়ারী লিমিটেড এই কয়লা খনি থেকে কয়লা তুলতে পারবে। বছরে ৫ মেট্রিক টন কয়লা তোলার ক্ষমতা রয়েছে এদের। পরিবেশ মন্ত্রকের বিশেষজ্ঞ অনুমোদন কমিটি (ইএসি)র বৈঠকে যে বিশেষ অনুমতি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে ওই খানির জন্য ৮৪১ একর জঙ্গল কেটে পরিষ্কার করতে হবে। এর আগে দু'বার প্রস্তাবটি খারিজ হলেও তৃতীয় বার প্রস্তাবটি পাশ হয়।









কোন মন্তব্য নেই