নিৰ্বাচনী প্ৰচারে অসম সফরে আসছেন মোদি, রাহুল, মমতা
লোকসভা নিৰ্বাচন ২০১৯
নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ লোকসভা নিৰ্বাচনী প্ৰচারে শনিবার ফের একবার অসম সফরে আসছেন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি। তৃতীয়বারের জন্যে তিনি আগামিকাল অৰ্থাৎ শনিবার ডিব্রুগড় কেন্দ্রের মরান এবং তেজপুর কেন্দ্রের গহপুরে দুটি জনসভায় ভাষণ দেবেন। একইদিনে অরুণাচলপ্রদেশের আলো কেন্দ্রে ভাষণ দেবেন মোদি। ইতিমধ্যেই অরুণাচলে বিধানসভা নিৰ্বাচনে বিনা প্ৰতিদ্বন্দ্বিতায় ৩জন বিজেপি বিধায়ক জয়ী হয়ে গেলেন। এদিন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর পক্ষে প্রধান মন্ত্রী প্রচার করবেন। কংগ্রেস দলের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী ৩ এবং ৪ এপ্ৰিল বরাকের শিলচর এবং করিমগঞ্জে প্ৰাৰ্থীদের পক্ষে ভাষণ দেবেন। গুয়াহাটি কেন্দ্রে অসম প্ৰদেশ কংগ্ৰেস কমিটির জেনারেল সেক্ৰেটারি ববিতা শর্মা এবং কলিয়াবর কেন্দ্রে সাংসদ গৌরবের পক্ষে প্রচার চালাবেন বলে দলীয় সূত্রে জানা গেল। কোনও নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় আসেননি এবার আসছেন। তৃণমূল কংগ্রেসর রাজ্য সভাপতি গোপীনাথ দাস জানান। রাজ্যের এক বড় কেন্দ্র প্রায় ২১ লাখ জনসংখ্যার জেলা ধুবড়ি বাংলাদেশ সীমান্তবর্তী জেলার জন বিন্যাস খুবই উদ্বেকজনক। প্রায় ৭০ শতাংশ মুসলিম ভোটার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুসলিম ভোটারদের কাছে খুবই জনপ্রিয়। অসমের বিশেষ করে ধুবড়ি বরপেটা অঞ্চলের ভোটে তৃণমূল কংগ্রেস বিজয়ী হওয়ার সম্ভবনা রয়েছে। তাই ধুবড়িকে পাখির চোখ করে মমতা প্রচারে আসবেন। ধুবড়ি কেন্দ্রে এআইইউডিএফ সভাপতি বদরুদ্দিন আজমলকে লড়তে হবে মমতার প্রার্থী এডভোকেট নুরুল ইসলাম চৌধুরীর সঙ্গে। সেখানে কংগ্রেসের আবু তাহের ব্যাপারী দাঁড়াবেন। অগপ এই কেন্দ্রে প্রাক্তন মন্ত্রী জহিরুল ইসলামের পুত্র জাভেদকে প্রার্থী করবে। অসমের রাজধানী গুয়াহাটি কেন্দ্রের দিকে নজর থাকবে দেশের। বিজেপির কুইন ওঝা এবং কংগ্রেসের ববিতা শর্মার লড়াই হবে। উচ্চ শিক্ষিত ববিতা পার্লামেন্ট যেকোনও ভাষায় ভাষণ দেওয়ার ক্ষমতা রয়েছে। গুয়াহাটির লোকাল বাসিন্দা স্থানীয় সমস্যা সম্পর্কে তাঁর ধারণা আছে।









কোন মন্তব্য নেই