ডিফুতে নির্বাচনের প্রস্তুতি নিয়ে ভারপ্রাপ্ত অধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন সাধারণ নির্বাচন পর্যবেক্ষক সুন্দরলাল শীল
বিপ্লব দেব, হাফলংঃ কার্বি-আংলং ও ডিমা হাসাও জেলা মিলে একমাত্র ৩ নম্বর ডিফু লোকসভা (এসটি) সংরক্ষিত আসনের নির্বাচন সুন্দর সুষ্ঠু এবং নিরপেক্ষ ভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে এবং নির্বাচন পরিচালনার কর্মপরিকল্পনা তথা সামগ্রিক ভাবে নেওয়া পদক্ষেপগুলি সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত হওয়ার উদ্দেশ্যে শুক্রবার ডিমা হাসাও জেলার জেলাশাসক অমিতাভ রাজখোয়া ইলেকশন অফিসার হেমাঙ্গ নবিস পুলিশসুপার শ্রীজিৎ থিরাভিয়াম সহ সকল নির্বাচনী সেলের ভারপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে সাধারণ নির্বাচন পর্যবেক্ষক সুন্দরলাল শীল (আইএএস) জেলা শাসকের সভাকক্ষে এক বৈঠকে মিলিত হন। এই বৈঠকে পর্যবেক্ষক সুন্দরলাল শীল নির্বাচনের আদর্শ আচরণ বিধি, ভোটার তালিকা আবগারি বিভাগের নেওয়া বিভিন্ন পদক্ষেপ নিরাপত্তা ব্যবস্থা, জেলার বিভিন্ন স্থানে থাকা ভোটকেন্দ্রগুলোতে পর্যাপ্ত বৈদ্যুতিন ব্যবস্থা,পানীয় জলের ব্যবস্থা, সহ ভোটারদের মধ্যে সচেতনতা ইত্যাদি বিভিন্ন বিষয়ে নেওয়া পদক্ষেপ সমূহ সম্পর্কে অবহিত করান। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাগণকে প্রয়োজনীয় পরামর্শ দেন যাতে করে নির্বাচন অবাধ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হয়। এদিন বিকেলে জেলাশাসক অমিতাভ রাজখোয়ার উপস্থিতিতে সাধারণ নির্বাচন পর্যবেক্ষক সুন্দরলাল শীল বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে নির্বাচন আচরনবিধি সহ নির্বাচন আয়োগের পক্ষ থেকে মিডিয়া মনিটরিং সার্টিফিকেশনের উপর দেওয়া গাইড লাইন নিয়েও আলোচনা হয়।









কোন মন্তব্য নেই