Header Ads

স্বপ্ন পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয়ের, বাধা আর্থিক দৈন্যতা

দক্ষিণ কামরূপের দরিদ্র অঞ্জলীর স্বপ্ন কী স্বপ্নই হয়ে থাকবে?


গুয়াহাটিঃ তার স্বপ্ন পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয়ের ,কিন্তু আর্থিক দৈন্যতার জন্য এভারেস্ট জয়ের স্বপ্ন কী স্বপ্নই থেকে যাবে  নাকি দক্ষিণ কামরূপের অতি দরিদ্র পরিবারের তথা সদ্য স্বামীহারা হওয়া  অঞ্জলির ।

উল্লেখ্য যে কেন্দ্রীয় শাসনাধীন বিজেপি সরকার যখন মেয়েদের উন্নতির জন্য অনেক চেষ্টা করে চলছে সেই সময়ই আসামের এক  দরিদ্র পরিবারের মেয়ে আর্থিক দৈন্যতা স্বপ্ন পূরণে বাধার সৃষ্টি করছে ।এই মহিলার নাম অঞ্জলি দাস।  দক্ষিণ কামরূপের ছাতাবাড়ির কন্যা অঞ্জলি ছোটবেলা থেকেই বিভিন্ন খেলাধুলাতে বিশেষ পারদর্শীতা  দেখিয়েছে। কলকাতায় অনুষ্ঠিত ম্যারাথন দৌড়ে দেশের মধ্যে দ্বিতীয় স্থান লাভ করে অঞ্জলি। দেশের বিভিন্ন প্রান্তের গিয়েও নিজের প্রতিভার পরিচয় দিতে সক্ষম হয়েছে অঞ্জলি । আগামী এপ্রিল মাসের পৃথিবীর সর্বোচ্চ  শৃঙ্গ এভারেস্ট জয় করার জন্য নির্বাচিত হয়েছে সে। কিন্তু আর্থিক দৈন্যতাই  হতাশ করেছে অঞ্জলিকে ।প্রায়৩২ লাখ টাকা খরচা হবে এই যাত্রার জন্য ।মাত্র তিন মাস পূর্বে স্বামীকে হারিয়েছে অঞ্জলি। তার নেই কোন আর্থিক সামর্থ্য ।রাজ্যের মুখ্যমন্ত্রীকে আবেদন জানিয়েছে যদিও তথাপি এখন পর্যন্ত সরকার থেকে কোন ধরনের সাহায্য লাভ করতে পারেনি সে। সরকারের আর্থিক সহায়তা ছাড়াই এই যাত্রা সফল হবে না ।মুখ্যমন্ত্রী সাহায্যের জন্য রাস্তার দিকে তাকিয়ে থাকা অঞ্জলীর পাশে এসে দাঁড়িয়েছে বিভিন্ন সংগঠন ও শুভাকাঙ্ক্ষী । অন্যদিকে গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর প্রাধিকরনের তরফ থেকেও অঞ্জলীকে সহযোগিতা প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছে। আশা যে মুখ্যমন্ত্রী তথা অসমবাসী সবাই  সাহায্যের হাত বাড়িয়ে অঞ্জলিকে সাহায্য করার জন্য এড়িয়ে আসবে। যদি কেউ তাকে সাহায্যের জন্য হাত বাড়ায় তাহলে  ৯৩৬৫২৩১৫০৩ নাম্বারে যোগাযোগ করতে পারে.।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.