রঙ্গের উৎসব হোলিতে নির্বাচনের প্রভাব
গুয়াহাটিঃ খেলবো হোলি রং দেব না তাই কখনো হয়? রংয়ের উৎসব হোলি তথা দোলযাত্রাকে নিয়ে রাজ্যবাসীর উৎসাহের অন্ত নেই। চারিদিকে এখন হোলির প্রস্তুতি তুঙ্গে ।আবিরের রঙে রঙিন হবে দেহ-মন-প্রাণ ।হিংসা- বিদ্বেষ ভুলে একে অপরকে আলিঙ্গন করে রঙ মাখিয়ে ভুলে যাবে হিংসা-দ্বেষ । আনন্দে মাতোয়ারা হবে রাজ্যবাসী। এ প্রস্তুতি অনেকদিন আগে থেকে শুরু হয়ে গেছে যদিও আর মাত্র একদিন রয়েছে হোলির। ২২ মার্চ কামরুপ জেলা প্রাশাসন (ম) স্থানীয় বন্ধ ঘোষণা করেছে। এবার হোলির বাজারে নির্বাচনের প্রভাব পুরোপুরি দেখা যাচ্ছে ।হোলির জন্য বিক্রি হচ্ছে পিচকারী', মুখোশ ,রং টুপি এর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ছবি রয়েছে ,রয়েছে রাহুল গান্ধীর ছবিও।গেরুয়া রংএর দিকে আকর্ষিত অনেকেই। আশা করা যাচ্ছে গেরুয়া রঙে এবার জমে উঠবে হোলি।এছাড়াও ফটকা ,বোমা ,ইত্যাদিও প্রচুর পরিমানে বিক্রি হচ্ছে নগরের বিভিন্ন বাজারে । অর্থাৎ নির্বাচনের প্রভাব পুরোমাত্রায় রঙের উৎসব হোলিকে অনেকখানি প্রভাবিত করেছে। এছাড়াও বরপেটা সত্ৰতে, ধীঙ এর বটদ্রবা থান ও উত্তর গুয়াহাটির দোল গোবিন্দ মন্দিরে দোল উৎসবের ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে।









কোন মন্তব্য নেই