Header Ads

আসন্ন নির্বাচন উপলক্ষে অসম পুলিশ ও সিআরপিএফের কর্মশালা সম্পন্ন

গুয়াহাটিঃ আসন্ন নির্বাচন উপলক্ষে নগরের মালিগাঁও তরুণ সংঘ পুথিভরালে আসাম পুলিশ ও সিআরপিএফ  মাঝে একটি কর্মশালা  সম্পন্ন হয়ে যায় মঙ্গলবার।নির্বাচনে সুরক্ষা, ইভিএম মেশিনের ব্যবহার ,ভোট প্রদান, ইত্যাদি বিভিন্ন  বিষয়ের উপর এই কর্মশালাতে আলোচনা করা হয় ও প্রশিক্ষণ প্রদান করা হয়।নগরের বিভিন্ন থানা যেমন আজরা, মালিগাঁও, জালুকবারি ,ভারলু ইত্যাদি বিভিন্ন থানা এলাকার উচ্চপদস্থ আধিকারিকরা ও পুলিশকর্মীরা এই কার্শালাতে অংশগ্রহণ করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.