স্বপন দাস, লামডিং— শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির বরপাথারের উদ্যোগে আগামি ২৫ মার্চ থেকে ২৯মার্চ পৰ্যন্ত ২৪ প্রহর হরিনাম মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে আগামি ২৪মার্চ স্হানিয় মন্দির প্রাঙ্গনে গঙ্গা আহ্বান,বাল্যভোগ,অন্নভোগ,নগর পরিক্রমা,এবং নামযজ্ঞ সমাপন অনুষ্ঠিত হবে। পাঁচ দিন ব্যাপী এই নাম সংকিত্তনে গীত সংগীত সম্প্রদায় নবদ্বীপ,গৌর নিতাই সম্প্রদায় ডিব্রুগর,জয় গোপাল সম্প্রদায় নদীয়া,সত্য নারায়নয় সম্প্রদায় হোজাই,এবং জয় গুরু সম্প্ৰদায় মূর্শিদাবাদ এর কির্ত্তনের দল অংশ নেবেন বলে কমিটির সদষ্য সনুপ পাল জানান।
কোন মন্তব্য নেই