দেশের প্রথম লোকপাল হলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি পিনাকী চন্দ্র ঘোষ
ফাইল ছবি
নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ দেশের প্রথম লোকপাল হিসেবে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ নিযুক্তি দিলেন প্রাক্তন জাস্টিস পিনাকী চন্দ্র ঘোষকে। এর সাথে মঙ্গলবার লোকপাল সমিতির ৮ সদস্যকেও নিযুক্তি দিয়েছেন রাষ্ট্রপতি। দেশের শীর্ষ আদালত সময়সীমা ঠিক করে দেওয়ার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সুপ্রিম কোর্টের বিচারপতি রঞ্জন গগৈ, লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন এবং দেশের প্রাক্তন এজি মুকুল রোহতগিকে নিয়ে গঠিত একটি কমিটি প্রাক্তন বিচারপতির নামে সম্মতি দিয়েছেন। ১৯৯৭ সালে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে কাজ শুরু করেন পিনাকী ঘোষ। ২০১৩ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে তিনি কাজ শুরু করেন। অন্ধ্র প্রদেশের হাইকোর্টের প্রধান বিচারপতি থাকার সময় তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এআইএডিএমকের নেত্রী জয়ললিতার ছায়াসঙ্গীকে দোষী সাব্যস্ত করেন তিনি। পিসি ঘোষ ৬৬ বছর বয়সে ২০১৭ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি থেকে অবসর গ্রহণ করেন। ন্যাশনাল হিউমেন রাইটস কমিশনের(এনএইচআরসি) তিনি একজন সদস্য। উল্লেখ্য, ২০১৩ সালে লোকপাল আইন পাশ হয়।









কোন মন্তব্য নেই