Header Ads

ডিফু লোকসভা এনপিপির প্রার্থী হিসেবে দাবি করা দেওয়ান রংপির মনোনয়ন বাতিল

 বিপ্লব দেব, হাফলংঃ কার্বি-আংলং ও ডিমা হাসাও জেলা মিলে একমাত্র ৩ নম্বর ডিফু (এসটি) সংরক্ষিত লোকসভা আসনের প্রার্থী দেওয়ান রংপির মনোনয়ন বাতিল হয়ে যায়। মঙ্গলবার ন্যাশনাল পিপোলস পার্টি (এনপিপির) প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন লিয়েন কছনহক। মেঘালয়ের মুখ্যমন্ত্রী করনাড সাংমার দল এনএনপিপি ডিফু লোকসভা আসনে লিয়েন কছনহককে প্রার্থী করেছে। কিন্তু মঙ্গলবার দেওয়ান রংপি নিজেকে এনপিপির প্রার্থী হিসেবে দাবি দেওয়ান রংপি ডিফুর জেলাশাসক তথা রিটার্নিং অফিসার মুকুল কুমার শইকিয়ার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে বুধবার মনোনয়নপত্র পরীক্ষা করে রিটার্নিং অফিসার মুকুল কুমার শইকিয়া দেওয়ান রংপির মনোনয়ন অবৈধ ঘোষণা করে তা বাতিল করে দেন। বুধবার ডিফু লোকসভা আসনের জন্য দাখিল করা সবকটি মনোনয়নপত্র পরীক্ষা করে বিজেপি প্রার্থী হরেন সিং বে কংগ্রেস প্রার্থী বীরেন সিং ইংতি আঞ্চলিক রাজনৈতিক দল এএসডিসির প্রার্থী হলিরাম টেরাং এনপিপি-র প্রার্থী লিয়েন কছনহক এপিএইচএলসি-র প্রার্থী জন ইংতি কাহারের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার মুকুল শইকিয়া তবে দেওয়ান রংপির মনোনয়ন বাতিল করে দেন রিটার্নিং অফিসার। কারণ করনাড সাংমার দল এনপিপি দেওয়ান রংপিকে প্রার্থীত্ব প্রদান করে নি। বুধবার ডিফু লোকসভা আসনের ছয়জন প্রার্থীর মনোনয়ন পরীক্ষার পর একজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে যাওয়ার দরুন এবার নির্বাচনী ময়দানে লড়াইয়ে রয়েছেন মোট পাঁচজন প্রার্থী। এদিকে গত দুদিন থেকে বিজেপি প্রার্থী হরেন সিং বে ডিমা হাসাও জেলার বিভিন্ন স্থানে দলীয় সভা নির্বাচনী প্রচারে ব্যস্ত রয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.