ডিফু লোকসভা আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আরও ৪ প্রার্থী মনোনয়ন পেশ করলেন
বিজেপি প্রার্থী হরেন সিং বে ডিমা হাসাও জেলায় দলীয় সভায় বক্তব্য রাখছেন
বিপ্লব দেব, হাফলংঃ ডিমা হাসাও ও কার্বি-আংলং জেলা মিলে একমাত্র ৩ নম্বর ডিফু (এসটি) লোকসভা আসনে মনোনয়ন পত্র দাখিল করার শেষ দিন আঞ্চলিক রাজনৈতিক দল এএসডিসি প্রার্থী হলিরাম টেরাং এপিএইচএলসি প্রার্থী জন ইংতি কাথার এনপিপির দেওয়ান রংপি ও লিয়েন খছন ডিফুর জেলাশাসক তথা রিটার্নিং অফিসার মুকুল কুমার শইকিয়ার কাছে মনোনয়ন পত্র দাখিল করেন। বুধবার মনোনয়নপত্র গুলি পরীক্ষা করে দেখা হবে ২৯ মার্চ মনোনয়ন প্রত্যাহার করার শেষ দিন। এখন পর্যন্ত ডিফু লোকসভা কংগ্রেস বিজেপি এনপিপি এএসডিসি সহ মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিকে বিজেপি প্রার্থী হরেন সিং বে মঙ্গলবার থেকে হাফলং বিধান সভা কেন্দ্রের দিয়ুংমুখ হামরী হাফলং মাহুর লাইসং মাইবাং বিভিন্ন এলাকায় উত্তর কাছাড় পার্বত্য পরিষদের সিইএম দেবোলাল গার্লোসা হাফলং কেন্দ্রের বিধায়ক বীরভদ্র হাগজার বোকাজানের বিধায়ক ডঃ নুমল মমিন ডিমা হাসাও জেলা বিজেপির সভাপতি নিপোলাল হোজাই বিজেপি নেতা বিদ্যাসিং ইংলেং মানসিং রংপিকে নিয়ে দলীয় সভায় ব্যস্ত রয়েছেন। এই দলীয় সভায় মঙ্গলবার দিয়ুংমুখে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে প্রায় ৫০০ নেতা কর্মী বিজেপি দলে যোগদান করেন। এদিকে নির্বাচনী পর্যবেক্ষক সুন্দরলাল শীল (আইএস) হাফলং এসে উপস্থিত হয়েছেন। নির্বাচনী পর্যবেক্ষক সুন্দর লাল শীল হাফলঙের ১২ টি ভোটগ্রহন কেন্দ্র পরিদর্শন করে বিভিন্ন সুযোগ সুবিধা খতিয়ে দেখেন। তাছাড়া নির্বাচনের জন্য খোলা কন্ট্রোল রুম নির্বাচন আচরন বিধি সেল নির্বাচনী ব্যয় সংক্রান্ত সেল সহ মিডিয়া মনিটরিং ও সার্টিফিকেশন সেল পরিদর্শন করার পাশাপাশি দ্বিতীয় পর্যায়ে ১৮ এপ্রিল কার্বি-আংলং ও ডিমা হাসাও জেলা মিলে একমাত্র ৩ নম্বর ডিফু (এসটি) লোকসভা আসনের নির্বাচনী প্রস্তুতি নিয়ে ডিমা হাসাও জেলার জেলাশাসক অমিতাভ রাজখোয়া ও পুলিশসুপার শ্রীজিৎ থিরাভিয়ামের সঙ্গে বৈঠকে মিলিত হন।









কোন মন্তব্য নেই