নাচে গানে কবিতায় আবৃত্তিতে পালিত হল ঐক্যতানের বসন্ত উৎসব
দেবযানী পাটিকর, গুয়াহাটিঃ বসন্ত এসেছে ফিরে মুছে দিয়ে সব মলিনতা মনকে করল রঙ্গিন, ভালবাসা জীবনকে দিল মধুময় পূর্ণতা। শীতের শেষে দীর্ঘ প্রতীক্ষার পর আসে বসন্ত। বসন্তের শুরুতে প্রকৃতি নিজের রূপ পরিবর্তন করে। এই ঋতুতে ফোটে বিশেষ কিছু ফুল। শিমুল, পলাশ, মাদারের ফুলে লাল হয়ে ওঠে প্রকৃতি। বসন্তের আগমনে জেগে উঠেছে প্রকৃতি । গাছে গাছে ঝড়া পাতার পরে নতুন পাতা দেখা দিয়েছে। রঙ্গিন ফুলে ছেয়ে গেছে চারদিক। ষড়ঋতুর সবচেয়ে শেষ ঋতু বসন্ত ঋতু। সব ঋতুর রাজা। চারদিকে এখন ফুলের সমারোহ । ফাল্গুন ও চৈত্র মাস এই দুই মাস নিয়ে বসন্ত ঋতু। পাখির কলরব, ফুলের সমাহার এসবই বসন্ত কালেই দেখা যায়। প্রকৃতির রং লাগে মানুষের মনেও। ফুল মানুষের মনকে রাঙ্গিয়ে দেয় । এ সময়েই বিশেষ কিছু উৎসব পালন করা হয় এর মধ্যে বসন্ত উৎসব অন্যতম। এর ব্যতিক্রম হয়নি মালিগাঁও আদাবাড়ির কামাখ্যানগরের ঐক্যতানের। রবিবার সংগঠনটির সব সদস্যরা মিলে নাচ গান কবিতা আবৃত্তি করে পালন করলেন বসন্ত উৎসব। এ উৎসবে মাতোয়ারা হয়েছিল সবাই। এর সাথে প্লাস্টিকের ব্যবহারে পরিবেশ দুষনের কথা বলতেও ভুললেন না ঐক্যতানের সদস্যরা।










কোন মন্তব্য নেই