Header Ads

রাজ্যে দ্বিতীয় পর্যায়ে ভোটের বিজ্ঞপ্তি জারি হচ্ছে ১৯ মার্চ


বিপ্লব দেব, হাফলংঃ দ্বিতীয় পর্যায়ে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৮ এপ্রিল। আগামী ১৯ মার্চ দ্বিতীয় পর্যায়ের ভোটের জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে। মনোনয়ন পত্র দাখিল করার শেষ দিন ২৬ মার্চ। মনোনয়ন পত্র পরীক্ষা করে দেখা হবে ২৭ মার্চ এবং মনোনয়ন পত্র প্রত্যাহার করার শেষ দিন ২৯ মার্চ। শনিবার কার্বি-আংলং ও ডিমা হাসাও জেলা নিয়ে একমাত্র ডিফু লোকসভা আসনের ভোট প্রস্তুতি নিয়ে ডিমা হাসাও জেলাপ্রশাসন সম্পূর্ণ প্রস্তুত। জেলাশাসক অমিতাভ রাজখোয়া এদিন সাংবাদিকদের জানান যেহেতু কার্বি-আংলং ও ডিমা হাসাও জেলা মিলে ডিফু লোকসভা আসন তাই মনোনয়ন পত্র জমা নেওয়া হবে ডিফুতে। তবে হাফলং বিধানসভা আসনের ভোটগননা হবে হাফলং জেলাশাসকের কার্যালয়ে। অমিতাভ রাজখোয়া বলেন শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন করাতে জেলাপ্রশাসন সম্পূর্ণ প্রস্তুত। তিনি বলেন নির্বাচনী আচরণবিধি বলবৎ হওয়ার পরই ডিমা হাসাও জেলায় ৮ টি ফ্লাইয়িং স্কোয়াড তৈরি করা হয়েছে কোথাও নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হচ্ছে কিনা এতে নজরদারি  রাখবে এই ফ্লাইয়িং স্কোয়াড। তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর ও বিশেষ নজরদারি রাখছে পুলিশের সাইবার সেল। এমনকি পেড নিউজের উপর ও এবার কড়া নজরদারি রাখবে মিডিয়া মনিটরিং কমিটি একথা সাংবাদিকদের জানান জেলাশাসক। তাছাড়া দাগী অপরাধী দের ওপরও নজর থাকবে পুলিশের। জেলাশাসক অমিতাভ রাজখোয়া এও বলেন অপরাধমূলক কাজে যদি কেউ লিপ্ত হয় তাহলে ওই ব্যাক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশসুপার শ্রীজিৎ থিরাভিয়াম বলেন হাফলং বিধানসভা আসনে মোট ২৪২ টি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে। এই ২৪২ টি ভোটগ্রহণ কেন্দ্রকে ৬৭ টি সেক্টর ও ১১ টি জোনে ভাগ করা হয়েছে। পুলিশসুপার বলেন এবার অতিস্পর্শকাতর ও স্পর্শকাতর এলাকাগুলি ও ভোটগ্রহণ কেন্দ্রে ড্রোন দিয়ে পর্যবেক্ষণ করা হয়েছে। পুলিশসুপার শ্রীজিৎ থিরাভিয়াম সাংবাদিকদের জানান নির্বাচনের জন্য ডিমা হাসাও জেলায় ১৫ কোম্পানি অতিরিক্ত বাহিনী প্রয়োজন বর্তমানে আমাদের হাতে রয়েছে ৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং অতিরিক্ত আরও ১০ কোম্পানি বাহিনী নির্বাচনের জন্য চেয়ে পাঠানো হবে। তাছাড়া পুলিশ জওয়ানদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। থানা পর্যায়ে পুলিশদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানান পুলিশসুপার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.