Header Ads

আসাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান সম্পন্ন হল

নয়া ঠাহর প্রতিবেদন, শিলচরঃ আসাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান সম্পন্ন হল গত বৃহস্পতিবার। অনুষ্ঠানে মুখ্য অতিথি ছিলেন তামিলনাড়ু কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আদিত্য প্রসাদ দাশ। সমাবর্তন ভাষণে অধ্যাপক দাশ গত আট দশকে ভারতে কোন নোবেল পুরস্কার না আসায় আক্ষেপ প্রকাশ করেন। স্মরণ করেন ঐতিহ্য মণ্ডিত ভারতের প্রাচীন শিক্ষা ব্যবস্থাকে। নালন্দা ও তক্ষশীলার মতো উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হাজার হাজার বছর আগেই ভারতে উন্নত শিক্ষা ব্যবস্থার ছাপ ছেড়ে গেছে। অধ্যাপক দাশ আক্ষেপের সুরে বলেন দেশের শিক্ষার অগ্রগতি নিয়ে প্রশ্নের জায়গা নেই।  ড.অমর্ত্য সেন, ড. এস চন্দ্রশেখর, ড. হরগোবিন্দ খোরানা ও ডা.ভেঙ্কটরমন রামকৃষ্ণণের মতো ভারতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকরা বিদেশের বিশ্ববিদ্যালয়ে কর্মরত অবস্থায়ই নোবেল পুরস্কার পেয়েছেন।  বিগত আট দশকে একজনও নোবেল পুরস্কার প্রাপক তৈরি করতে পারেনি ভারতীয় বিশ্ববিদ্যালয়। বক্তব্যের শুরুতে বীর লাচিত বরফুকনের আত্মবলিদানের কথা স্মরণ করেন অধ্যাপক দাশ। আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দিলীপ চন্দ্র নাথের পৌরিহিত্যে আয়োজিত হয় সমাবর্তন অনুষ্ঠান। এবারের সমাবর্তনে স্নাতক, স্নাতকোত্তর, পি এইচ ডি ডিগ্রি মিলিয়ে মোট ৫৯৩৫ শিক্ষার্থী মানপত্র পেয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.