Header Ads

সিপিএম দলের প্রচারে অসমে বৃন্দা কারাত, মানিক সরকার আসবেন


নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ লোকসভা নির্বাচনে সিপিএম দুটি কেন্দ্রে প্রার্থী দিয়েছে। লখিমপুর এবং কোকঝাড় কেন্দ্রে। নির্বাচনী প্রচারে সিপিএম এর সর্ব ভারতীয় নেত্রী বৃন্দা কারাত এবং ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার আসবেন। রাজ্যের সম্পাদক সুপ্রকাশ তালুকদার রবিবার একথা জানান। তিনি বলেন সিপিএম রাজ্যের বাম গণতান্ত্রিক শক্তিকে একজোট করে দুই প্রার্থীকে জেতানোর জন্যে আবেদন জানাবেন। লখিমপুর কেন্দ্রে অমিয় সন্দিকৈ এবং কোকড়াঝাড় কেন্দ্রে বিরাজ ডেকাকে প্রার্থী করেছে সিপিএম। আগামী ১৮ এপ্রিল বৃন্দা আসবেন এবং মানিক সরকার আসবেন বিহুর পর বলে জানালেন তালুকদার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.