Header Ads

এবারের লোকসভা নিৰ্বাচনে শিলচর কেন্দ্রের দিকে সবার চোখ থাকবে


লোকসভা নিৰ্বাচন২০১৯
অমল গুপ্ত, গুয়াহাটিঃ এবার কার লোকসভা নির্বাচনে অসমবাসীর লক্ষ্য থাকবে শিলচর কেন্দ্রের দিকে। শিলচরের প্রাক্তন বিজেপি বিধায়ক বিমালাংশুর পুত্র ডঃ রাজদীপ রায় বনাম বরাকের বিশিষ্ট রাজনীতিবিদ সন্তোষ মোহন দেবের কন্যা তথা সর্ব ভারতীয় মহিলা নেত্রী সুস্মিতা দেবের লড়াই হবে। স্বাধীনতা সংগ্রামীর পুত্র বিমালংশু রায়কে এক বিশেষ কারণে সারা দেশ মনে রাখবে চিরকাল। দেশে মন্ত্রীদের বিলাসিতা তাদের লাগাম ছাড়া ভোগ বিলাস নিয়ন্ত্রণ করতে আইনজীবী বিমালাংশু রায় গুয়াহাটি হাইকোর্টে ব্যাক্তিগত ভাবে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। রাজ্যে এবং কেন্দ্রে বিধানসভা এবং লোকসভায় মোট সদস্যের ১৫ শতাংশের মধ্যে মন্ত্রিসভার সদস্য সংখ্যা সীমাবদ্ধ রাখার আবেদন করেছিলেন। কয়েকটি রাজ্য বিরোধিতা করলেও সুপ্রিম কোর্ট সেই আবেদন গ্রহণ করেছিলেন। বিমল বাবুর সেই যুগান্তিকারী আবেদন সারাদেশে চালু হয়েছে। এখন অবশ্য সেই আইনের পাস কাটিয়ে কয়েকটি রাজ্যে পার্লামেন্টারি সেক্রেটারি নিযোগ করার নামে বিধায়কদের মন্ত্রীসভায় সদস্য করে সব সুযোগ দেওয়া হচ্ছে। পিছনের দরজা দিয়ে। নাম থাকছে পার্লামেন্টারি সেক্রেটারি বলে। তার বিরোধেও বিমালাংশু পক্ষে সুপ্রিমকোর্টে মামলা দায়ের করা হয়েছে। পুত্র চিকিৎসক হিসাবে জনপ্রিয় একজন সমাজসেবকও। শিলচর কেন্দ্রের মুসলিম ভোট যদি রাজদীপ রায় পান তবে  জেতার সম্ভাবনা ৯০ শতাংশ। কারণ মুসলিম ভোটের বড় অংশ কংগ্রেসের পক্ষে যাবে। সেবিষয়ে বিন্দু মাত্র সংশয় নেই। নাগরিকত্ব সংশোধনী বিল কংগ্রেস বিরোধিতা করছে। বিজেপি সমর্থন করছে তাই বাঙালিদের ভোট বিজেপি পাবে। তিন লক্ষাধিক মুসলিম ভোটের ওপর শিলচর কেন্দ্রের প্ৰাৰ্থীর হারা জেতা নির্ভর করছে, রাজনৈতিক বিশ্লেষকদের এমনি ধারণা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.