এডিআরের সমীক্ষায় দেশের ৫২১ জন সাংসদ কোটিপতি
নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম-এর এক সমীক্ষায় দেখা গেছে যে ষোড়শ লোকসভার ৫২১ জন সাংসদের মধ্যে ৪৩০ জনই কোটিপতি। এরমধ্যে বিজেপির কোটিপতি সাংসদের সংখ্যা ২২৭, কংগ্রেসের ৩৭জন এবং২৭জন এভিএমদের, বাকিরা অন্য দলের। এর মধ্যে ৬৮৩ কোটি টাকার সম্পত্তির মালিক টিডিপি সাংসদ জয়দেব গাল্লা সবচেয়ে ধনী সাংসদ। এডিআরের রিপোর্টে বলা হয়েছে, হলফনামায় ৩২ জন সাংসদ জানিয়েছেন যে তাঁদের সম্পত্তির পরিমাণ ৫০ কোটি টাকার বেশি। তবে সবচেয়ে বেশি কোটিপতি সাংসদ বিজেপির। ওদিকে ষোড়শ লোকসভার ১০৬ জন সদস্যের বিরুদ্ধে খুনে জড়িত, খুনের চেষ্টা, সাম্প্রদায়িক হিংসা ছড়ানো, নারী নির্যাতনসহ একাধিক গুরুতর অভিযোগে ফৌজদারি মামলা রয়েছে। সমীক্ষায় প্রকাশ, সবচেয়ে বেশি খুনের চেষ্টার অভিযোগ রয়েছে বিজেপির সাংসদের বিরুদ্ধে। অর্থাৎ ৩৩ শতাংশ সাংসদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। দেশের সবচেয়ে গরিব সাংসদ সীকর কেন্দ্রে বিজেপির প্রতিনিধি সুমেধানন্দ সরস্বতী। তার মাত্র ৩৪,৩১১ টাকার সম্পত্তি রয়েছে। এরপর ঝাড়গ্রামের তৃণমূল সাংসদ উমা সোরেনের। তাঁর ৪,৯৯,৬৪৬ কোটি টাকার সম্পত্তি রয়েছে।








কোন মন্তব্য নেই