Header Ads

অসম তথা উত্তরপূর্বাঞ্চল শক্তিশালী হলে ভারত শক্তিশালী হবে- মোদি

দেবযানী পাটিকর, গুয়াহাটিঃ লোকসভা নিৰ্বাচনের প্ৰাক্কালে শনিবার প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি অসম সফরে এসে গহপুরের জনসভায় ৭০ বছর পুরনো কংগ্ৰেসকেই এক হাত নিলেন।  তিনি বলেন- কংগ্ৰেস অসমের সঙ্গে সব সময় প্ৰতারণা করেছে। যুব কংগ্ৰেসীরা তাদের সিনিয়রদের অনুসরণ করেছে। অসমিয়া জনসাধারণের সঙ্গে প্ৰতারণা করা হয়েছে। তবে তিনি গত পাঁচ বছরে যে সব প্ৰতিশ্ৰুতি বাস্তবে রূপায়ণ করতে পারেননি সেকথা অবশ্য স্বীকার করেছেন। তিনি বলেন যে, স্বাধীনতার পর থেকে যুগ যুগ ধরে যে সমস্ত কাজগুলো অসম্পূৰ্ণ হয়ে ছিল যা এর আগে কোনদিন সম্পূৰ্ণ হয়নি সেই সমস্ত কাজ গুলো করেছে বিজেপি সরকার। তবে মাত্ৰ পাঁচ বছরে বিজেপি যে সব প্ৰতিশ্ৰুতি পালন করেছে তা কখনই দাবি করছেন না তিনি। এদিনের জনসভায় আকার ইঙ্গিতে তিনি একথাও বুঝিয়ে দিলেন। অসম্পূৰ্ণ কাজগুলো করার জন্য তিনি ফের একবার অসমের জনগণের আশীৰ্বাদ চাইতে এসেছেন সেকথাও তিনি অকপটে বলে দিলেন। এদিন মোদি প্ৰথমে ডিব্ৰুগড়ের মরাণে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেন। দুপুর প্রায় সাড়ে বারোটা নাগাদ মরানের ‘পল ফিল্ডে’ এক বিশাল জনসভায় ভাষণ দেন। ডিব্রুগড়ের বিজেপির প্রার্থী রামেশ্বর তেলি এবং যোরহাটের প্রার্থী তপন গগৈয়ের হয়ে প্রচার চালান মোদি। মরাণের জনসভায় মাত্র ২১ মিনিটের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমে অসমিয়াতে ভাষণ শুরু করেন। তিনি স্বর্গদেউ চুকাফা এবং ভারতরত্ন সুধাকণ্ঠ ভূপেন হাজারিকার কথা স্মরণ করেন। এদিনের বিশাল জনসভায় প্ৰধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও বলেন- রাজ্যে এনআরসির মাধ্যমে বিদেশী সিনাক্ত করনের প্ৰক্ৰিয়া চলছে। বিজেপি শাসনে আসার পর অসমে প্ৰায় ৮৫ শতাংশ ঘরে বিদ্যুৎ সংযোগ হয়েছে। ইউপিএ সরকারের সময় ৪০ শতাংশ লোকের ঘরে বিদ্যুৎ ছিল। অসমে ৫ লক্ষ জনগণকে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে ঘর দিয়েছে বিজেপি। দশ লাখ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে অৰ্থ জমা করেছে। বছরে ৫ লক্ষ টাকা উপার্জন করা ব্যক্তিদের ট্যাক্স ফ্ৰি করা হয়েছে। চা শ্রমিকদের আর্থিক সুবিধার কথা উল্লেখ করে তিনি বলেন যে একজন চা ওয়ালা হয়ে চা শ্রমিকদের দুঃখ দুর্দশার কথা তিনি বেশি বুঝতে পারেন । রাজধানী এক্সপ্রেস মরাণের সাথে দিল্লির সংযোগ স্থাপন করেছে বলেও তিনি উল্লেখ করেন। এছাড়া ছয় জনগোষ্ঠী জনজাতিকরনের প্রতিশ্রুতিও প্রদান করেন তিনি। কংগ্রেসের সমালোচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উল্লেখ করেন সার্জিক্যাল স্ট্রাইকের কথা। বিশ্বের শক্তিশালী দেশের সাথে পা মিলিয়ে চলার কথা তিনি উল্লেখ করেন এদিনের জনসভায় প্ৰধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন যে পাঁচ বছরে বিজেপি সরকার উত্তর-পূর্বাঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। এর আগে উত্তর-পূর্বাঞ্চলে  দূর দূরান্তে যোগাযোগ ব্যবস্থা একটা বড় সমস্যা ছিল। এছাড়া বন্যার সমস্যা কম করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। ১৪ হাজার কোটি টাকার প্রোজেক্ট সম্পন্ন করেছে বিজেপি সরকার। আগামী ২৫ বছরের কাজ ৫ বছরে পুরো করার প্রতিশ্রুতি দিয়েছেন মোদি। মরণের জনসভায় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, সাংসদ কামাখ্যা প্রসাদ তাসা, ডিব্রুগড় কেন্দ্ৰের বিজেপির প্রার্থী রামেশ্বর তেলি, যোরহাটের বিজেপির প্রার্থী তপন গগৈ। সেইসঙ্গে ছিলেন দলের বিভিন্ন কৰ্মী ও সমৰ্থক ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি। এদিন সকালের দিকে অরুণাচলপ্ৰদেশের আলোয় জনসভা করেন মোদি। অরুণাচলের মুখ্যমন্ত্ৰী পেমা খাণ্ডু, কেন্দ্ৰীয় স্বরাষ্ট্ৰ প্ৰতিমন্ত্ৰী কিরেন রিজিজু সেখানে উপস্থিত ছিলেন। অরুণাচলের জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন- দেশের বিকাশের গতি অরুণাচল থেকে শুরু হয়েছে। বগিবিলের কাজ সম্পূর্ণ করেছে বিজেপি সরকার। স্বাধীনতার ৬০বছর পর বিমান পরিষেবার বিকাশ দ্রুত হয়েছে।



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.