নির্বাচনী প্রচারে অসমের যোরহাটে অমিত শাহ
নয়া ঠাহর প্ৰতিবেদন, যোরহাটঃ লোকসভা নিৰ্বাচনের দিন যত কাছে ঘনিয়ে আসছে সমস্ত রাজনৈতিক পার্টির প্রচারও ততোই তুঙ্গে উঠছে। বৃহস্পতিবার বিজেপির সৰ্বভারতীয় সভাপতি অমিত শাহ অসমের যোরহাটে এক বিশাল জনসভায় যোগ দেন। জনসভায় ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়ালও। এদিনের জনসভায় অমিত শাহ বলেন- নরেন্দ্র মোদিই হলেন স্বাধীনোত্তর ভারতবর্ষের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র নেতা। যাঁর নেতৃত্বে রাষ্ট্রীয় সুরক্ষার ক্ষেত্রে ভারত বিশ্বের ভেতর অগ্রণী স্থান অৰ্জন করেছে। দারিদ্রতা দূরীকরণ, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, পরিকাঠামোর উন্নয়ন সহ বিভিন্ন দিকে মোদি সরকার প্রতিশ্রুতি পালন করেছে। ভারতকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠা করতে নরেন্দ্র মোদিকে ফের প্ৰধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা খুবই জরুরী। এদিনের জনসভায় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল উপস্থিত জনতাকে সম্বোধন করে বলেন- নরেন্দ্র মোদির শক্তিশালী নেতৃত্বের জন্যই ভারতবর্ষ বিশ্ববাসীর সম্মুখে একটি শক্তিশালী দেশ হিসেবে পরিণত হয়েছে। আধুনিক ভারতের রাজনীতিতে দুর্নীতি নির্মূল এবং সু-শাসনের প্রতিষ্ঠাতা হিসেবে নরেন্দ্র মোদির নাম ইতিহাসের পাতায় রয়ে যাবে। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল কংগ্রেস এবং বদরুদ্দিন আজমলের অশুভ মিত্রতার বিরুদ্ধে প্ৰত্যেক অসমবাসীকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন। এদিনের সভায় উপস্থিত ছিলেন নাডার আহ্বায়ক ও অসম সরকারের অৰ্থ ও স্বাস্থ্যমন্ত্রী ড০ হিমন্ত বিশ্ব শর্মা, বিজেপির রাজ্য সভাপতি রঞ্জিত কুমার দাস, অগপ সভাপতি অতুল বরা, যোরহাট লোকসভা কেন্দ্ৰের বিজেপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী তপন কুমার গগৈ প্ৰমুখ। এছাড়াও এদিনের বিশাল জনসভায় আরও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।









কোন মন্তব্য নেই