শনবিল পূর্বাঞ্চাল মেডিক্যাল ডিমান্ড কমিটির বিশেষ সভা
নয়া ঠাহর প্রতিবেদন, হাইলাকান্দি: হাইলাকান্দি মারচেন্ট্ অ্যাসোসিয়েশন এর কার্যালয়ে বুধবার শনবিল পূর্বাঞ্চাল মেডিকেল ডিমান্ড কমিটির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন হরিমোহন রাজভর। বক্তব্য রাখেন ভগবান দাস সারদা, শশাঙ্ক দাস,সঞ্জু দেব, নরুল হক তপাদার, সুজিৎ পাল, আব্দুল শুক্কুর বড়ভূঁইয়া, দুলন ভট্টাচার্য্য ও রনঞ্জিৎ ঘোষ প্রমুখ। হাইলাকান্দি প্রেস ক্লাবের প্রাক্তন সম্পাদক সন্তোষ মজুমদারও ওই সভায় উপস্থিত ছিলেন। সভায় রাতাবাড়ির বিধায়ক তথা বতর্মান অসমের ডেপুটি স্পিকার কৃপানাথ মালা কমিটির দাবিকে মর্যাদা না দেওয়ায় সভায় উপস্হিত সকলে অসন্তোষ প্রকাশ করেন। এদিনের সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে মার্চ ৩১ তারিখ রবিবারে দরগারবন্ধ অঞ্চলে এক প্রতিবাদ সভার আয়োজন করা হবে।








কোন মন্তব্য নেই