নয়াদিল্লির ফিজি দূতাবাসে দ্বীপরাষ্ট্র ফিজির উদীয়মান হিন্দির লেখিকা স্বেতা দত্ত চৌধুরী স্বলিখিত হিন্দি কবিতার বই উন্মোচন হল
নয়া ঠাহর প্রতিবেদন, নয়াদিল্লিঃ নয়াদিল্লির ফিজি দূতাবাসে বধুবার দ্বীপরাষ্ট্র ফিজির উদীয়মান হিন্দির লেখিকা স্বেতা দত্ত চৌধুরী স্বলিখিত হিন্দি কবিতার বই উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন। স্বেতার কবিতা সংগ্রহ 'ইহ ভি মেরা দেশ কি মাট্টি ওহ ভি মেরে দেশ কি মাট্টি' র প্রকাশক দিল্লির নিকাশ প্রকাশন। ফিজির রাষ্ট্রদূত যোগেশ পূঁজা অনুষ্ঠানের সঞ্চালন করেন।









কোন মন্তব্য নেই