Header Ads

জন ঔষধের প্রচারঅভিয়ানের ব্যাপক সফলতা



 
নয়া ঠাহর প্রতিবেদনঃ বদরপুর,
এ সপ্তাহের শুরুতে দুই দিনের জন ঔষধের প্রচার অভিয়ানে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়।সুস্হ ভারত ট্রাষ্টের পক্ষ থেকে এই অভিযান চালানো হয়।এ অভিযানে আট জনের দল ছিল। নেতৃত্ব দেন আশুতোষ কুমার সিং ও সাংবাদিক তথা 'মহাত্মাগান্ধী দর্শন-র বিশেষজ্ঞ প্রশান্ত লতান্ত। জন ঔষধের গুণ, দাম ইত্যাদির উপর আলোকপাত করা হয়। গুণমানের দিক দিয়ে এ ঔষধ অত্যন্ত  উচ্চমানের এবং সাশ্রয়কর। চিকিৎসার খরচ গরিবের আওতায় মধ্যে রাখতে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির এ প্রদক্ষেপ। অভিযানে বিজেপি প্রদেশ সহ-সভাপতি বিশ্বরূপ ভট্রাচার্য্য, কৃষাণ মোর্চার সভাপতি তপন মুহুরি,  টাউন কমিটির চেয়ারম্যান দীপঙ্কর রায় কর্ম্মকার, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সুধন পাল প্রমুখ জন ঔষধীর ব্যাবহারে এগিয়ে  আসার  আহ্বান  জানান। উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি  থেকে দেশব্যাপী এই অভিযান  চালানো হয়। বদরপুরের এ অনুষ্ঠান পরিচালনা করেন সাশ্রয়  কো-অপারেটিভের চেয়ারম্যান বিশ্ব বরণ বড়ুয়া  সহকর্মীবৃন্দ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.