Header Ads

চা বাগান এলাকায় চোলাই মদ বন্ধে উপযুক্ত পদক্ষেপ নেন, আবগারি মন্ত্ৰীকে রাজ্যপালের নিৰ্দেশ


গুয়াহাটিঃ আবগারি মন্ত্ৰী পরিমল শুক্লবৈদ্য আজ রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখীর সঙ্গে সাক্ষাৎ করে অবৈধ চোলাই মদ প্ৰতিরোধ করার লক্ষ্যে রাজ্য সরকারের স্থিতি ব্যাখ্যা করেন। মন্ত্ৰী জানান, চোলাই মদ বন্ধে রাজ্য জুড়ে সচেতনতা, সজাগতার জন্য প্ৰচারাভিযান চালানো হচ্ছে। রাজ্যপাল মুখী মন্ত্ৰীকে রাজ্যের বিশেষ করে চা বাগানগুলিতে চোলাই মদ সম্পৰ্কে সজাগতা বৃদ্ধি করে উপযুক্ত পদক্ষেপের আৰ্জি জানান। রাজ্যপাল বলেন, শুধু চোলাই মদ নয়, অন্যান্য নেশা জাতীয় সামগ্ৰী বিক্ৰির ওপর সরকারকে কঠোর দৃষ্টি দিতে হবে। রাজ্যপাল মনে করিয়ে দেন বিষাক্ত চোলাই মদ সেবনের ফলে স্বাস্থ্যজনিত ব্যাপক বিরূপ প্ৰভাব পড়ছে, তা বন্ধ করতেই হবে। আবগারি মন্ত্ৰীর সঙ্গে ছিলেন আবগারি বিভাগের কমিশনার সচিব রঞ্জনা বরা, কমিশনার রাকেশ কুমার, সহকারী কমিশনার সঞ্জীব মেধি প্ৰমুখ উপস্থিত ছিলেন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.