২২ মাৰ্চ দৌল যাত্ৰার ছুটি
গুয়াহাটিঃ দৌল যাত্ৰা, হোলি মহোৎসব উপলক্ষে আগামী ২২ মাৰ্চ কামরূপ (মহানগর) জেলা প্ৰশাসন জেলায় রাজ্য সরকার স্থানীয় বন্ধের দিন ঘোষণা করেছে। এই উপলক্ষে অভিবিভক্ত কামরূপ (মহানগর) জেলায় সব শিক্ষা প্ৰতিষ্ঠান বন্ধ থাকবে। এন আই এ্যক্ট এবং কেন্দ্ৰীয় গৃহবিভাগের অধিসূচনা অনুযায়ী অসমের বাইরে থাকা অসম ভবন, অসম হাউস এবং অভিবিভক্ত কামরূপ (মহানগর) জেলার সব আৰ্থিক প্ৰতিষ্ঠানও বন্ধ থাকবে।এবার হোলিতে রাসায়নিকযুক্ত রং ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।









কোন মন্তব্য নেই