Header Ads

আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত শিলচর মেডিকেল কলেজে


নিজস্ব সংবাদদাতা, শিলচর - আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করল শিলচর মেডিকেল কলেজের বিজি বিজ লেডিস ক্লাব ( BUSY BEES Ladies Club)। এ উপলক্ষে আয়োজকরা শুক্ৰবার এক শোভাযাত্রা বের করেন । পতাকা নেড়ে শোভাযাত্রার সূচনা করেন শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ বাবুল কুমার বেজবরুয়া । শোভাযাত্রা মেডিকেল কলেজ থেকে বের হয়ে দুর্গাপল্লি, মেহেরপুর হয়ে ফের মেডিকেল কলেজে গিয়ে শেষ হয় । শোভাযাত্রায় অংশ নেয় বিএসসি নাৰ্সিং ইন্সটিটিউট, এসএমসিএইচ, জিএনএম স্কুল এব নাৰ্সিং, এএনএম স্কুল অব নাৰ্সিং রেড ক্ৰস শিলচর, এমবিবিএস এবং পিজি ছাত্ৰরা। অংশ নিয়েছেন শিলচর মেডিকেল কলেজের অন্যান্যরাও। র‍্যালি চলাকালীন বিশিষ্টজনেরা বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্যও রাখেন । বক্তাদের মধ্যে ছিলেন ডাঃ সুমিত্রা হাগজার, ডাঃ স্মৃতি দত্ত, ডাঃ অলোকা ব্যানার্জি, ডাঃ জুরি শর্মা, ডাঃ নীতা শর্মা,  ডাঃ দরতি দাস, ডাঃ মৌসুমী বিশ্বাস, ডাঃ মোনালিসা দেব, রিনা চক্রবর্তী, ষষ্ঠী শর্মা, আদিমা মজুমদার সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রীরা । সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন সংস্থার সম্পাদিকা ডা. দীপান্বিতা । সংস্থার পক্ষ থেকে উপস্থিতি ছিলেন ডাঃ তেপ্তি কুটুম, বুলবুলি শাম, শতরূপা নাথ,  দেবশ্রী চৌধুরী,  উৎপলা শুক্লবৈদ্য, ডাঃ তুরলিকা সিনহা, ডাঃ আয়েশা, মনি কুওর ও ঝুমা নার্জারি ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.