গুয়াহাটির নিকটবৰ্তী দিপর বিলের পাড়ে বুনো হাতির অবাধ বিচরণ, আতঙ্কিত এলাকাবাসী
দেবযানী পাটিকর, গুয়াহাটিঃ দিপর বিলের পাড়ে বুনো হাতির অবাধ বিচারণের ফলে আতঙ্কিত এলাকার লোকজন। খাবারের সন্ধানে আসে হাতি গুলি। বুধবার রাতে বিলের পাড়ে একটি বুনো হাতিকে বিচরণ করতে দেখে এলাকার লোকজন। তারপর বহুক্ষণ ধরে হাতিটিকে সেখান থেকে তাড়ানোর চেষ্ঠা করে অবশেষে হাতিটিকে সেখান থেকে তাড়াতে সফল হয় এলাকাবাসী। বিলের কাছের রেললাইনে প্রায়ই বুনো হাতির দল চলে আসে। এদিক ওদিক ঘোরাফেরা করতে থাকে। হাতিরা এলাকার কলা গাছ খেয়ে যায়। তবে
এখনও পৰ্যন্ত কোনও লোকের ক্ষতি করেনি।









কোন মন্তব্য নেই