৫ এপ্ৰিল নিৰ্বাচনী প্ৰচারে অসমে আসছেন তৃণমূল নেত্ৰী মমতা বন্দ্যোপাধ্যায়
নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ নিৰ্বাচনের দিন যত ঘনিয়ে আসছে সমস্ত রাজনৈতিক দলগুলির প্ৰচারও ততই জোরদার হচ্ছে। আগামী ৫ এপ্ৰিল নিৰ্বাচনী প্ৰচারে অসম সফরে আসছেন তৃণমূল নেত্ৰী মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিন তিনি ধুবড়িতে দলীয় প্ৰাৰ্থীর হয়ে জনসভায় যোগ দেবেন। বরাকেও তাঁর ঝটিকা সফরের কথা রয়েছে বলে জানা গিয়েছে। সঙ্গে তৃণমূলের অন্যান্য নেতা এবং ক্যাবিনেট মন্ত্ৰীরাও ধুবড়ির জনসভায় আসবেন। গোটা অসমে তৃণমূল ৯ জন প্ৰাৰ্থী দিয়েছে। তাদের নাম ক্ৰমে শিলচরে হিতব্ৰত রায়, ধুবড়িতে নুরুল ইসলাম চৌধুরি, করিমগঞ্জে চন্দন দাস এবং কমলা কান্ত দৈমারি, বরপেটায় এসাহাক আলি দেওয়ান, গুয়াহাটিতে মনোজ শৰ্মা, নগাঁও সহদেব দাস, মঙ্গলদৈয়ে শুধেন্দু মোহন তালুকদার এবং যোরহাটে রিবুলয়া গগৈকে দলের পক্ষ থেকে প্ৰাৰ্থীত্ব দেওয়া হয়েছে। এদের মধ্যে প্ৰথম এবং দ্বিতীয় পৰ্যায়ে ভোটের জন্য যোরহাটে রিবুলয়া গগৈ, মঙ্গলদৈয়ে শুধেন্দু মোহন তালুকদার, নগাঁও সহদেব দাস, করিমগঞ্জে চন্দন দাস এবং শিলচরে হিতব্ৰত রায়ের নাম নিৰ্বাচন কমিশনে গৃহীত হয়েছে। ৪ এপ্ৰিল মনোনয়ন পত্ৰ পেশ করার শেষ দিন। তৃতীয় পৰ্যায়ের ভোটের জন্য ধুবড়ি থেকে নুরুল ইসলাম চৌধুরি, গুয়াহাটি থেকে মনোজ শৰ্মা, বরপেটা থেকে এসাহাক আলি দেওয়ান এবং কোকরাঝাড় থেকে কমলাকান্ত দৈমারির নাম দলের পক্ষ থেকে চয়ন করা হয়েছে। ৫ এপ্ৰিল নিৰ্বাচন কমিশন এই নামগুলো খতিয়ে দেখে তারপরই সিদ্ধান্ত নেবে। নয়া ঠাহরকে একথা জানান তৃণমূলের রাজ্য সভাপতি গোপীনাথ দাস।









কোন মন্তব্য নেই