Header Ads

অসমের ৮ টি কেন্দ্ৰে বিজেপির প্ৰাৰ্থী ঘোষণা

নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ অসমের ৮ টি কেন্দ্ৰে হোলির দিন অৰ্থাৎ বৃহস্পতিবার বিজেপি প্ৰাৰ্থী ঘোষণা করল। গুয়াহাটি থেকে দলের টিকিটে দাঁড়াচ্ছেন কুইন ওঝা, শিলচরে ড০ রাজদীপ রায়, ডিব্ৰুগড়ে রামেশ্বর তেলি, ডিফু হরেন সিং বে, যোরহাটে তপন গগৈ, লখিমপুরে প্ৰদান বড়ুয়া, মঙ্গলদৈয়ে দিলীপ শইকিয়া, করিমগঞ্জে ডেপুটি স্পিকার কৃপানাথ মালা, নগাঁও এবং তেজপুরে এই প্ৰতিবেদন লেখা পৰ্যন্ত বিজেপি সিদ্ধান্ত নিতে পারেনি। বিজেপি তিনটে আসন ছাড়বে অগপকে এবং একটি বিপিএফকে। অগপ দাঁড়াবে ধুবড়ি, বরপেটা এবং কলিয়াবর কেন্দ্ৰ থেকে। কোকরাঝাড়ে দাঁড়াচ্ছেন বনমন্ত্ৰী প্ৰমিলা রানী ব্ৰহ্ম।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.