Header Ads

দোল উৎসব বরাকের সৎসঙ্গ বিহার ও মন্দিরে পালিত


নয়া ঠাহর প্রতিবেদন, শিলচরঃ আজ বসন্ত উৎসব। চিরাচরিত পূর্ণ দোল উৎসব শিলচর সৎসঙ্গ বিহার তথা বরাকের বিভিন্ন সৎসঙ্গ মন্দির ও কেন্দ্রগুলিতে পালিত হয়। প্রথমেই শ্রীশ্রীঠাকুর, শ্রীশ্রী বড়মা, শ্রীশ্রীবড়দা ও শ্রীশ্রী আচার্য্যদেবর শ্রীচরণে আবির অর্ঘ্য র্নিবেদন করেই পূর্ণ বসন্ত উৎসব পালন হয়। চলে বিনতি প্রার্থনা, ভক্তিমূলক গান-বাজনা ও মধ্যাহ্ন ভান্ডার। বৃহস্পতিবার হাইলাকান্দি, করিমগঞ্জ, বদরপুর ও কাটাখাল সৎসঙ্গ বিহার, মন্দির, কেন্দ্রেও দোল উৎসব পালিত হয়। উল্লেখ্য, আজ থেকে ৫২৮ বছর পূর্বে ১৪০৭ শকাব্দের (১৪৮৫ খ্ৰিষ্টাব্দ) ফাল্গুনী পূর্ণিমা তিথিতে নবদ্বীপ নিবাসী নিষ্ঠাবান ব্রাম্মণ জগন্নাথ মিশ্র ও শচীদেবীর ঘরে আবির্ভুত হন শ্রীচৈতন্য মহাপ্রভু। ঐদিন চন্দ্রগ্রহণও ছিল।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.