নয়া ঠাহর প্রতিবেদন, কাটিগড়াঃ কাটিগড়ার সীমান্তবর্তী এলাকার চৌকিগুলিতে বিধায়ক অমর চাঁদ জৈন এবার দোল উৎসব পালন করলেন। দিনটি ছিল গত বৃহস্পতিবার। সীমান্তের ১২টি আউটপোস্টে জাওয়ানদের মিষ্টি মুখ করিয়ে বিধায়ক আবির খেলেন ওদের সঙ্গে। সেখানে ছিলেন কমান্ডার রাজেশ যাদব, সাংবাদিক শমীন্দ্র পাল ও কালাইন বিজেপির কর্মীবৃন্দ।
কোন মন্তব্য নেই