Header Ads

কাটিগড়া সীমান্তে বিএসএফ জওয়ানদের সাথে দোল উৎসব পালন কাটিগড়ার বিধায়কের


নয়া ঠাহর প্রতিবেদন, কাটিগড়াঃ কাটিগড়ার সীমান্তবর্তী এলাকার চৌকিগুলিতে বিধায়ক অমর চাঁদ জৈন এবার দোল উৎসব পালন করলেন। দিনটি ছিল গত বৃহস্পতিবার। সীমান্তের ১২টি আউটপোস্টে জাওয়ানদের মিষ্টি মুখ করিয়ে বিধায়ক আবির খেলেন ওদের সঙ্গে। সেখানে ছিলেন কমান্ডার রাজেশ যাদব, সাংবাদিক শমীন্দ্র পাল ও কালাইন বিজেপির কর্মীবৃন্দ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.