Header Ads

অগপ-বিজেপি সমঝোতা চলছেই

নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ বিজেপি সরকারের শরিক দল হিসেবে অগপ-র তিন মন্ত্রী পদত্যাগ করলেও দুই দলের মধ্যে গোপন সমঝোতা আছে বলে রাজনীতিক মহলের খবর। কেবলমাত্র নাগরিকত্ব বিল নিয়ে দুই দল দূরে সরে গিয়েছিল। অসম গণ পরিষদ দল থেকে রাজ্যের ধর্মীয় এবং ভাষিক সংখ্যালঘু দল আগেই সরে গেছে সঙ্গে নেই। কেবল অসমিয়া জাতীয়তাবাদী মহল আজও আঞ্চলিক দল হিসেবে অগপকে সমর্থন করে। বিজেপি কেন্দ্রীয় কমিটি আজও অগপকে পাশে চাইছে। কিন্তু স্টেট বিজেপি লোকসভা নির্বাচনে অগপকে চাইছে না। কেন্দ্রীয় বিজেপি নেতাদের সঙ্গে কথা বলতে দুই অগপ নেতা ইতিমধ্যে দিল্লি গিয়েছিলেন বলে বিজেপির এক সূত্র জানান। অগপ মঙ্গলদৈ এবং নগাঁও সহ ৩টি আসন চেয়েছে। অগপ নেতা রমেন্দ্র কলিতা বুধবার জানান বিজেপি নিজের প্রয়োজনে অগপ নেতাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। তবে অগপর সঙ্গে কোনও সমঝোতা বিজেপি করবে না। অগপ নয় সদস্যকে নিয়ে এক কমিটি গড়েছে। সেই কমিটি দলের ইশতেহার তৈরি করেছে। ইশতেহারে নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে আপত্তি জানানো হয়েছে। বিজেপি পুনরায় জানিয়েছে ক্ষমতায় এলেই নাগরিকত্ব বিল আনবে। এই ইস্যু নিয়ে অগপ বিজেপির মধ্যে জটিলতা সৃষ্টি হতে পারে তারপরও লোকসভা নিবার্চনে আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছেই। এদিকে কংগ্রেস দল ও অগপ কে পাশে চাইছে কমপক্ষে ২ টি আসন দেবার কথা বলছে। কংগ্রেস হাইকমান্ড অগপকে নিতে চাইছে কিন্তু স্টেট কমিটি চাইছে না। বুধবার আমবাড়িতে অগপ এ নিয়ে এক বৈঠকও করে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.