Header Ads

ডিমা হাসাওয়ে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন ১২ জন নেতা


  বিপ্লব দেব, হাফলংঃ লোকসভা নির্বাচন সামনেই। আর এই নির্বাচনকে সামনে রেখে ডিমা হাসাও জেলায় আবার দল বদল শুরু হয়ে গেল। ক্ষমতার লোভে কংগ্রেস ছেড়ে যারা অন্যদলে যোগ দিয়েছিলেন তারাই আবার কংগ্রেসে ফিরে এলেন। এদের মধ্যে রয়েছেন ডিমা হাসাও জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি মহেন্দ্র কেম্প্রাই। কংগ্রেসের জেলা সভাপতি থাকার সময়ই মহেন্দ্র কেম্প্রাই ক্ষমতার লোভে বিজেপি দলে যোগ দিয়ে পরিষদের ইএম হয়েছিলেন। তবে পার্বত্য পরিষদের এবারের নির্বাচনে বিজেপির টিকিট না পাওয়ায় পরিষদের হামরী নির্বাচন কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচনে বিজেপি প্রার্থী মনজিৎ নাইডিংয়ের কাছে ধরাশায়ী হন মহেন্দ্র কেম্প্রাই। তাই এবার বাধ্য হয়ে আবার কংগ্রেস দলে যোগ দিলেন তিনি। মঙ্গলবার হাফলং রাজীব ভবনে ডিমা হাসাও জেলা কংগ্রেস সভাপতি নির্মল লাংথাসা রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা ডিফু লোকসভা আসনের কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী খরসিং ইংতি-র উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে মোট ১২ জন নেতা কংগ্রেস দলে যোগ দেন। এদের মধ্যে রয়েছেন বিজেপি-র হেমন লাংথাসা লালসিয়েমলিন যৌতে জন এইচ থাংসাং হারাঙ্গতে। অগপ থেকে লাল জোসুয়া বেইতে লালথাংসাঙ্গা খুবুং কেসিউকাং রিয়ামে অজিত হোজাই ফিরোজ লাংথাসা গালাকবে নিউমে বাইথেন্দ্র সরংপাং সহ এবারের পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা  করা পরিষদের দিয়ুংমুখ আসনের নির্দল প্রার্থী কেবারন নাইডিং কংগ্রেসে যোগ দেন। কংগ্রেসে যোগ দিয়ে বিজেপি নেতা হেমন লাংথাসা বলেন বিজেপিতে একনায়কত্ব চলছে যেখানে বিজেপির কোন নেতা কর্মীর কথা গ্রাহ্য হয়না তাই তিনি বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.