বরাক ও ত্রিপুরার গেরুয়া শিবিরের চার লোকসভার প্রার্থী ঘোষিত
নয়া ঠাহর প্রতিবেদন, বদরপুরঃ ঘোষিত হল বিজেপি-এর প্রথম তালিকা। ২০১৯ শিলচর ২নং লোকসভায় প্রার্থী রাজদীপ রায়। করিমগঞ্জ ১নং (সংরক্ষিত) তফশিলি লোকসভার প্রার্থীর ও নাম এলো প্রথম লিষ্টে। রাতাবাড়ির বিধায়ক তথা অসম রাজ্যের বর্তমান ডেপুটি স্পিকার কৃপানাথ মাল্লার ওই লিষ্টে পাশ্ববর্তী এিপুরার রাজ্যের বাঙ্গালী প্রধান লোকসভা কেন্দ্রে প্রার্থী দেয়া হল। পূর্ব ত্রিপুরা (সংরক্ষিত) লোকসভা আসনে প্রার্থী রেবতী কুমার ত্রিপুরা । পশ্চিম ত্রিপুরায় প্রতীমা ভৌমিক। উল্লেখ্য,করিমগঞ্জ লোকসভাটি তফশিলি সংরক্ষিত ১ নং কেন্দ্র করিমগঞ্জ ও হাইলাকান্দি নিয়ে গঠিত। হাইলাকান্দি বাঙালি তপশিলি প্রার্থীর নাম এবারও উঠলো না।








কোন মন্তব্য নেই