ডিফুতে কংগ্রেস ছেড়ে প্রায় ৫০০ সদস্যের বিজেপিতে যোগ
বিপ্লব দেব হাফলংঃ অসমের অন্যতম দুই পাহাড়ি জেলা কার্বি-আংলং ও ডিমা হাসাও জেলা মিলে একমাত্র ডিফু (জনজাতি) সংরক্ষিত লোকসভা আসনে কংগ্রেস দল ছয় বারের সাংসদ বর্ষীয়ান কংগ্রেস নেতা বীরেন সিং ইংতিকে প্রার্থী করার পর থেকে দুটি পাহাড়ি জেলায় অধিকাংশ কংগ্রেস নেতা কর্মীর মধ্যে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয়। কার্বি-আংলং ও ডিমা হাসাও জেলার কংগ্রেস নেতা কর্মীরা ডিফু লোকসভা আসনে এবার নতুন মুখ চাইছিল। একে বয়সের ভারে ন্যাস্ত তার উপর ডিফু লোকসভা আসন থেকে বেশীর ভাগ সময় সাংসদ থাকার পরও দুটি পাহাড়ি জেলার উন্নয়নে বীরেন সিং ইংতি তেমন কিছু করেননি বলে অভিযোগ। গত পাঁচ বছর সাংসদ থাকাকালীন বীরেন সিং ইংতি ডিমা হাসাও জেলায় মাত্র তিনবারই এসেছেন বলে আমজনতার অভিযোগ। গত পাঁচ বছরে পাহাড়ে সাংসদ উন্নয়ন তহবিলের কোনও কাজ হয়নি বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। তাই এবার সাংসদ বীরেন সিং ইংতির বিরুদ্ধে প্রবল প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বইছে। তাই বীরেন সিং ইংতির প্রার্থীত্ব নিয়ে কংগ্রেস দলের মধ্যেই প্রচণ্ড ক্ষোভ দেখা দিয়েছে যার দরুন রবিবার ডিফুতে ডিফু টাউন কমিটির প্রাক্তন ভাইস চেয়ারম্যান গৌতম দে-র নেতৃত্বে প্রায় ৫০০ জন কংগ্রেস সদস্য দল ছেড়ে গেরুয়া দলে যোগ দেন। রবিবার ডিফু কার্বি ক্লাবে কার্বি স্বশাসিত পরিষদের সিইএম তুলিরাম রংহাং সহ কার্বি পরিষদের ইএম তথা কার্বি-আংলং জেলা বিজেপির সভাপতি রতন টেরং ইএম অমরসিং টিসু প্রাক্তন বিধায়ক বিদ্যাসিং ইংলেং ডিফু টাউন কমিটির চেয়ারম্যান ভরত কুমার ফাংচু গৌতম দে-র নেতৃত্বে কংগ্রেস দল ছেড়ে আসা ৫০০ জন সদস্যকে বিজেপি দলে স্বাগত জানান। লোকসভা নির্বাচনের আগে এভাবে অসমের অন্যতম দুটি পাহাড়ি জেলায় দলবদলের পালা অব্যাহত রয়েছে। এদিকে ডিফু পার্বত্য পরিষদের পূর্ত বিভাগের দায়িত্বে থাকা ইএম তথা ডিফু লোকসভা আসনের বিজেপি প্রার্থী হরেন সিং বে বলেন এবারের লোকসভা নির্বাচনে তিনি জয়ী হলে সাংসদ উন্নয়ন তহবিলের ৪০ শতাংশ অর্থ ডিমা হাসাও জেলার উন্নয়নে ব্যয় করা হবে।









কোন মন্তব্য নেই