Header Ads

শিলচর লোকসভা নির্বাচনে নির্দল হিন্দিভাষী প্রার্থী দিলীপ কুমার

নয়া ঠাহর প্রতিবেদন,  শিলচরঃ খিলঞ্জিযা মঞ্চ এবং রাষ্ট্রভাষা ও চা জনগোষ্ঠী উন্নয়ন মঞ্চের  সমর্থিত নির্দল প্রার্থী দিলীপ কুমার আগামী কাল ২৫শে মার্চ শিলচর লোকসভা কেন্দ্রের নির্দল প্রার্থী রূপে মনোনয়ন জমা দেবেন। উল্লেখ্য, একসময় এই দিলীপ কুমার রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের একনিষ্ঠ কর্মকর্তা ছিলেন। বরাকে বসবাসকারী হিন্দিভাষী ও চা জনগোষ্ঠীকে বঞ্চনার উচিত জবাব দেওয়ার জন্য শিলচর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এর সমর্থনে এগিয়ে এসেছে খিলঞ্জিযা মঞ্চ। সর্বানন্দ সোনোয়াল সরকারে চা জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব না দেওয়া, চা শ্রমিকদের মঞ্জুরি বৃদ্ধিতে টালবাহানা, সরকারী নিযুক্তিতে চা শ্রমিক ও হিন্দিভাষীদের সঙ্গে বৈষম্য, রাষ্ট্র ভাষার মর্যাদা সত্বেও হিন্দি ভাষাকে উপেক্ষা সহ একাধিক ইস্যুকে হাতিয়ার করে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দিলীপ কুমার। শিলচর থেকে প্রকাশিত হিন্দি দৈনিক প্রেরণা ভারতীর প্রধান সম্পাদক হলেন দিলীপ কুমার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.