নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ বিজেপির রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক রাম মাধব রবিবার টিকিট না পাওয়া সাংসদ রমেন ডেকা এবং বিজয়া চক্রবর্তীকে পাশে বসিয়ে প্রতিশ্ৰুতি দিলেন টিকিট বঞ্চিতদের আরও বড় কোনও পদে বসানো হবে। টিকিট বঞ্চিত নাডা-র চেয়ারম্যান হিমন্ত বিশ্ব শর্মাও পাশে ছিলেন। টিকিট বঞ্চিত সাংসদ কামাখ্যা প্রাসাদ তাসাকে হিমন্ত কথা দিয়েছেন আগামী জুন মাসে সাংসদ তাসা কে বড়ো পদ দেবে পরবর্তী বিজেপি সরকার। আজ বিজেপি সূত্র জানান প্রধানমন্ত্রী এবং অমিত শাহও হিমন্তকে বলেছেন উত্তরপূর্ব রাজ্য গুলি থেকে ২৫ টি আসনের মধ্যে কম করে ২০টি আসন এনে দিতে পারলে তাঁকে কেন্দ্রীয় মন্ত্রী করা হবে। তার মানুষ তেজপুরের প্রার্থী পল্লব লোচন দাসকে জিতিয়ে আনতে পারলে তাঁকেও কেন্দ্রে প্রতি মন্ত্রী করা হবে। যদি তা সম্ভব না হয় তবে হিমন্তকে রাজ্যসভার মেম্বার করেও পাঠানো হতে পারে। বিজেপি প্রার্থী তালিকা করার সময় মুখ্যমন্ত্রীকে বেশি গুরুত্ব দেওয়া হয় বলে সূত্রটির দাবি। এদিন সাংবাদিক সম্মেলনে রাম মাধব আশা প্ৰকাশ করে বলেন- নতুন প্রার্থী সবাই জয়লাভ করবেন। হিমন্তকে সমর্থন করে বলেন তাঁকে উত্তরপূর্বাঞ্চলের পুরো দায়িত্ব দেওয়া হয়েছে। মোদিজি পুনরায় প্রধানমন্ত্রী পদে বসবেন, হিমন্তকে বড় পদ দেওয়া হবে। রাম মাধব জানান- তৃতীয় বার প্রচারে প্রধানমন্ত্রী আসছেন। ৩০ মার্চ তিনি আসবেন। এবার বাবুল সুপ্রিয় এবং রূপা গাঙ্গুলি আসছেন। মুখ্যমন্ত্রী এদিন আবার দাবি করেছেন বিজেপি কম করে ১২টি আসন পাবে।
কোন মন্তব্য নেই