ডিজিটাল হতে চলেছে দৈনিক যুগশঙ্খ
নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ আধুনিকতার সঙ্গে পা মিলিয়ে ডিজিটাল হতে চলেছে দৈনিক যুগশঙ্খ পত্রিকা। আগামী ১ এপ্রিল থেকে ডিজিটাল যুগে প্রবেশ করবে এই পত্রিকা। বার্তা ভাগীরথ বৈদ্যনাথ নাথের জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার "দৈনিক যুগশঙ্খ সাহিত্য পুরস্কার" প্রদান করা হয় বরাক উপত্যকার বিশিষ্ট গল্পকার সাংবাদিক হিমাশিস ভট্টাচার্যকে। এদিনই যুগশঙ্খ পত্রিকা গোষ্ঠীর চেয়ারম্যান বিজয় কৃষ্ণ নাথ ঘোষণা করেন যে আগামী ১ এপ্রিল থেকে ডিজিটাল যুগশঙ্খ পাওয়া যাবে। উল্লেখ্য , বার্তা ভাগীরাথ বৈদ্যনাথের জন্ম বার্ষিকী উপলক্ষে দৈনিক যুগশঙ্খ পত্রিকা গত কয়েক বছর ধরে সাহিত্য পুরস্কার প্রদান করেছে। এবার শিলচরে এই অনুষ্ঠানে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রাক্তন বিভাগীয় প্রধান তথা বিশিষ্ট সাহিত্যিক ড০ ঊষারঞ্জন ভট্টাচার্য মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন যুগশঙ্খ পত্রিকা গোষ্ঠীর চেয়ারম্যান বিজয় কৃষ্ণ নাথ। বার্তা ভাগীরাথ বৈদ্যনাথ জন্মবার্ষিকী উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নীলোৎপল চৌধুরী সম্পাদক অরিজিৎ আদিত্য। এছাড়াও অনেক গণ্য মান্য ব্যক্তিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।









কোন মন্তব্য নেই