কাছাড় ও নগাঁও কাগজ কল চালু না করা, সরকারী অবহেলা ও নিৰ্যাতনে ৫১ জন কৰ্মচারীর অকাল মৃত্যুর প্ৰতিবাদে বিক্ষোভ
নয়া ঠাহর প্ৰতিবেদন, হাইলাকান্দিঃ কাছাড় ও নগাঁও কাগজ কল চালু না করা এবং সরকারী অবহেলা ও নিৰ্যাতনে ৫১ জন কৰ্মচারীর অকাল মৃত্যুর প্ৰতিবাদে শনিবার বিক্ষোভ মিছিল করেন এইচপিসি পেপার মিলস রিভাইভ্যাল অ্যাকশন কমিটির সদস্যরা। তাদের অভিযোগ, ২০১৪ সালে লোকসভা নিৰ্বাচনের সময় প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি বেকার যুবকদের কৰ্মসংস্থানের যে প্ৰতিশ্ৰুতি দিয়েছিলেন তা বাস্তবে রূপায়ন তো করতে পারেননি। উপরন্তু গত এক বছরে দেশে এক কোটিরও বেশি মানুষ কৰ্মসংস্থান হারিয়েছেন। এদিন সকাল সাড়ে ৮ টা থেকে বিক্ষোভ শুরু করেন কমিটির সদস্যরা। কমিটির সদস্যরা অসম তথা বরাক উপত্যকার জনগণের প্ৰতি প্ৰধানমন্ত্ৰীর চরম অবহেলার ও বিশ্বাসঘাতকতার উচিত বিচার করে তার জবাব ইভিএমে দেওয়ার জন্য সাধারণ মানুষের কাছে আহ্বান জানিয়েছেন। আজিজুর রহমান মজুমদার, দীপক চন্দ্ৰ নাথ, মানবেন্দ্ৰ চক্ৰবৰ্তী, অরবিন্দ দেব প্ৰমুখ বিক্ষোভে উপস্থিত ছিলেন। এই প্ৰতিবেদন লেখা পৰ্যন্ত মিলের সামনে বিক্ষোভ চলছিল।








কোন মন্তব্য নেই