Header Ads

বিজেপ-কংগ্ৰেস-অগপ একই চরিত্ৰের, কোনও দলকে সমৰ্থন করবে না আলফা (স্বাধীন)

গুয়াহাটিঃ বিজেপি-কংগ্ৰেসের সম্পূৰ্ণ তালিকা আজ কালের মধ্যেই প্ৰকাশ পাবে। তা নিয়ে জল্পনা-কল্পনার অন্ত নেই। সৰ্বত্ৰ চূল-চেরা হিসাব নিকাশ চলছে। নিষিদ্ধ সংগঠন আলফা (স্বাধীন)ও রাজ্যের নিৰ্বাচন নিয়ে তাদের মতামত তুলে ধরেছে। প্ৰাক্তন ডিজিপি শ্ৰীবাস্তব সাংবাদিকদের জানিয়েছিলেন, বিগত নিৰ্বাচনে আলফা (স্বাধীন) কংগ্ৰেস দলকে সমৰ্থন করেছিল। আজ আলফা (স্বাধীন)র কমাণ্ডার ইন চিফ পরেশ বরুয়া টেলিফোনে গুয়াহাটি ভিত্তিক এক বৈদ্যুতিন চ্যানেলকে জানান, এবার নিৰ্বাচনে তারা কোনও দলকে সমৰ্থন করবে না। বিজেপি-কংগ্ৰেস-অগপ সব একই চরিত্ৰের। রাজ্যে কোনও প্ৰকৃত গণতন্ত্ৰ নেই, শুধুই স্বাৰ্থের লড়াই। আলফা (স্বাধীন) কোনও দলের পক্ষেই এবার ওকালতি করবে না। তাদের হিসাব নিকাশ হচ্ছে নিৰ্বাচনে ‘বিজেপি ৪-৫ টির বেশি আসন পাবে না', ‘কংগ্ৰেস ৪-৬ টা পেতে পারে', অগপ কলিয়াবর আসনটি পাওয়ার সম্ভাবনা আছে, এআইইউডিএফকে একটি আসন পাবে বলে বলছে, আবার এ কথাও বলেছেন,  এআইইউডিএফ এবং অগপ একটি আসন পাওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে না। আলফা (স্বাধীন) নেতা পরেশ বরুয়া জানান, চা জনগোষ্ঠী এবং চর অঞ্চলের ভোট পাবে কংগ্ৰেস। এদিকে পুলিশ মহলের বক্তব্য আলফার স্থিতি বৰ্তমানে দুৰ্বল। তাদের কথায় ভোটাররা আর প্ৰভাবিত হবে না। তিনসুকিয়া জেলায় আলফা (স্বাধীন)র ৭ জন আলফা নেতা পুলিশের কাছে অস্ত্ৰ-শস্ত্ৰ সহ আত্মসমৰ্পন করেছে। তারমধ্যে এ কে ৫৬-র মতো মারানাস্ত্ৰ আছে। রাজ্যের সদর গুয়াহাটি কেন্দ্ৰের দিকে সবার নজর। কংগ্ৰেস এখনও গুয়াহাটি কেন্দ্ৰের প্ৰাৰ্থী ঘোষণা করেনি। মঙ্গলদৈ কেন্দ্ৰের কংগ্ৰেস প্ৰাৰ্থী ভূবনেশ্বর কলিতা বলেন, নিৰ্বাচনে তাদের প্ৰধান ইস্যু হবে নাগরিকত্ব সংশোধনী বিল। রাজ্যবাসী এই বিলকে সমৰ্থন করেনি। তাদের পক্ষেই কংগ্ৰেস থাকবে। গুয়াহাটি কেন্দ্ৰে নিৰ্দল প্ৰাৰ্থী  হিসাবে প্ৰব্ৰজন বিরোধী মঞ্চের প্ৰধান তথা সুপ্ৰীম কোৰ্টের বিশিষ্ট আইনজীবী উপমন্যু হাজরিকা ইতিমধ্যে মহানগরীর পথে নেমেছেন। তিনি জানান, গুয়াহাটির ১৬ লক্ষ-র বেশি খিলঞ্জিয়ার ভোট তিনি পাবেন। আঞ্চলিক দল অগপ নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। রাজ্যের বিদেশীদের অস্তিত্বের ফলে খিলঞ্জিয়ারা আজ বিপন্ন প্ৰায়। আজ কলিয়াবরের কংগ্ৰেস প্ৰাৰ্থী সাংসদ গৌরব গগৈ বলেছেন, এআইইউডিএফ বিজেপির এজেন্সি হিসাবে কাজ করছে। বিজেপি সরকার রাজ্যে মূল্য বৃদ্ধি নিয়ন্ত্ৰণ করতে পারে নি, কৰ্মসংস্থানের ব্যবস্থা করতে পারে নি, নগাঁও-কাছাড় পেপার মিল আজও বন্ধ, অগপর একাংশ নিজেদের স্বাৰ্থে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। বিজেপি অভিযোগ করেছে প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তরুণ গগৈ আর ‘হু ইজ বদদ্দিন' বলছেন না। তণ গগৈ এখন বলছেন বিধায়ক পদে থাকার সময় বদদ্দিনকে এ কথা বলেছিলাম, এখন তিনি সাংসদ তাই সে কথা বলা যায় না। এই প্ৰসঙ্গ তুলে বিজেপির অভিযোগ এআইইউডিএফ-র সঙ্গে এক গোপন বোঝাবুঝি হয়েছে। কলিয়াবরে এআইইউডিএফ দুৰ্বল প্ৰাৰ্থী দেবে যাতে গৌরব গগৈর জয় সুনিশ্চিত হয়। এআইইউডিএফ প্ৰধান বদরুদ্দিন আজমল বলেন, কংগ্ৰেস দলের সঙ্গে তাদের কোনও সমঝোতা হবে না, তবে কেন্দ্ৰে তারা ইউপিএ-র সঙ্গে থাকবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.