Header Ads

রাজ্যপাল জগদীশ মুখীর ছাত্ৰ-ছাত্ৰীদের সঙ্গে ভাব বিনিময়


গুয়াহাটিঃ রাজ্যপাল জগদীশ মুখী আজ রাজভবনে নাগাল্যাণ্ডের ছাত্ৰ-ছাত্ৰীদের সঙ্গে ভাব বিনিময় করেন। পূৰ্বোত্তর শ্ৰীমন্ত চেতনা মঞ্চের উদ্যোগে ছাত্ৰদের ভারত দৰ্শন যাত্ৰা অঙ্গ হিসাবে রাজ্যপাল আজ রাজভবনে ছাত্ৰ-ছাত্ৰীদের সঙ্গে ভাব বিনিময় করে জাতীয় অখণ্ডতা, সংহতি রক্ষার আহ্বান জানান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.