Header Ads

ডিমা হাসাও জেলায় ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের অবিলম্বে ক্ষতিপূরণ মিটিয়ে দিতে রেলের জিএমকে নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিপ্লব দেব, হাফলংঃ লামডিং-শিলচর ব্রডগেজ সম্প্রসারনের কাজ করতে গিয়ে ডিমা হাসাও জেলার নিউহাফলং থেকে নিউহারাঙ্গাজাও পর্যন্ত যে সব গ্রামবাসীদের কৃষি জমি ক্ষতিগ্রস্থ হয়েছে সেইসব ক্ষতিগ্রস্থ গ্রামবাসীদের জমির ক্ষতিপূরণ অবিলম্বে মিটিয়ে দিতে উত্তর পূর্ব সীমান্ত রেলের নির্মাণ শাখার জেনারেল ম্যানেজারকে নির্দেশ দেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। সোমবার দুপুর আড়াইটে নাগাদ দিসপুর জনতা ভবনে এন সি হিলস ইন্ডিজেনাস স্টুডেন্টস ফোরাম ইন্ডিজেনাস উইম্যান ফোরাম উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ ডিমা হাসাও জেলাপ্রশাসনের সঙ্গে ব্রডগেজের ক্ষতিপূরণ ইস্যুতে এক যৌথ বৈঠক হয়। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের পৌরহিত্যে বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর পূর্ব সীমান্ত রেলের নির্মান শাখার জেনারেল ম্যানেজার রাজ্যের গৃহ সচিব ডিমা হাসাও জেলার জেলাশাসক অমিতাভ রাজখোয়া পুলিশসুপার শ্রীজিৎ থিরাভিয়াম ইন্ডিজেনাস স্টুডেন্টস ফোরামের সভাপতি ডেভিড কেভম সহ ইন্ডিজেনাস উইম্যান ফোরামের প্রতিনিধিরা। বৈঠকে মুখ্যমন্ত্রী উত্তর পূর্ব সীমান্ত রেলের নির্মাণ শাখার জেনারেল ম্যানেজারকে সতর্ক করে দিয়ে বলেন ডিমা হাসাও জেলার শান্তিপ্রিয় উপজাতি জনগোষ্ঠীর মানুষের জীবন নিয়ে যাতে খেলা না করে।  অবিলম্বে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের ক্ষতিপূরণ মিটিয়ে দিতে রেল কর্তৃপক্ষ যাতে ব্যবস্থা গ্রহণ করে এমন নির্দেশ দেন মুখ্যমন্ত্রী নির্মাণ শাখার জেনারেল ম্যানেজারকে। মুখ্যমন্ত্রী বলেন ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়া রেলের দায়িত্ব এবং এই ক্ষতিপূরণ কি ভাবে মিটিয়ে দেওয়া যায় এই রাস্তা রেলকেই বের করতে হবে। এবং ক্ষতিপূরণে ইস্যুটি অবিলম্বে সমাধান করার জন্য রেল বোর্ডের কাছে যেন তুলে ধরে রেল কর্তৃপক্ষ।  মুখ্যমন্ত্রী এও বলেন আগে যেভাবে জিরাত ভ্যালু হিসেবে রেল গ্রামবাসীদের ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়া হয়েছে ঠিক সে ভাবেই বাকি ক্ষতিপূরণ রেল কর্তৃপক্ষ গ্রামবাসীদের মিটিয়ে দেয়। মুখ্যমন্ত্রী এদিন বৈঠকে রাজ্যের গৃহ আয়ুক্তকে নির্দেশ দেন যে এই ক্ষতিপূরণ ইস্যুর যাতে শীঘ্রই সমাধান হয় এনিয়ে উত্তর পূর্ব সীমান্ত রেলের নির্মাণ শাখার জেনারেল ম্যানেজারের সঙ্গে সবসময় যোগাযোগ রাখার নির্দেশ দেন। বৈঠকে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল ইন্ডিজেনাস স্টুডেন্টস ফোরাম ও ইন্ডিজেনাস উইম্যান ফোরামের প্রতিনিধিদের আশ্বস্ত করে বলেন এই ক্ষতিপূরণে ইস্যু নিয়ে তিনি রেলবোর্ড ও রেলমন্ত্রকের সঙ্গে আলোচনা করে সমাধান সূত্র বের করবেন। এদিন গুয়াহাটি থেকে ডেভিড কেভম জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক ফলপ্রসূ হয়েছে। এর জন্য ডেভিড কেভম জেলাশাসক অমিতাভ রাজখোয়া পুলিশসুপার শ্রীজিৎ থিরাভিয়ামকে ধন্যবাদ জানান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.