Header Ads

জিমন্যাস্ট দীপা কৰ্মকারের আদলে বিশেষ বাৰ্বি ডল

নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ বিশ্বের মঞ্চে পদক জয়ী প্ৰথম ভারতীয় মহিলা হলেন ত্ৰিপুরার দীপা কৰ্মকার। অলিম্পিকেও অংশ নিয়েছিলেন ত্ৰিপুরার বাসিন্দা দীপা। পরবৰ্তী প্ৰজন্মের কাছে অনুপ্ৰেরণা হিসেবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাছাই করা মহিলাদের মধ্যে ভারত থেকে দীপাকে বেছে নিয়েছে বাৰ্বি সংস্থা। ভারতীয় জিমন্যাস্ট ২৫ বছর বয়সী দীপা কৰ্মকারের আদলে বিশেষ বাৰ্বি ডল তৈরি করেছে বাৰ্বি কোম্পানি। বাৰ্বির ৬০তম বৰ্ষপূৰ্তী উপলক্ষে কোম্পানির তরফ থেকে বিশ্বের বিভিন্ন জায়গার বিদুষী তথা যারা সমাজের বেধে দেওয়া গন্ডিকে অতিক্ৰম করে বেড়িয়েছেন সেইসব মহিলাদের আদলে বাৰ্বি ডল তৈরি করেছে। সেই তালিকায় নাম অন্তৰ্ভুক্ত হয়েছে ভারতীয় জিমন্যাস্ট দীপা কৰ্মকারের। দীপা ট্যুইটারে খবরটি শেয়ার করে বলেন- ‘‘ বাৰ্বি সবসময়ই মেয়েদের অনুপ্ৰেরণা জুগিয়েছে। বাৰ্বির ৬০ তম বৰ্ষপূৰ্তী উপলক্ষে বাৰ্বি রোল মডেলের তালিকায় সিলেক্ট হয়ে সম্মানিত হয়েছি। নেক্সট জেনারেশনের মেয়েরা এতে উৎসাহ পাবে! #বাৰ্বি৬০#ইউ ক্যান বি এনিথিঙ.’’  প্ৰসঙ্গত, ১৯৫৯ সালে মেয়ের খেলনা কাগজের পুতুলের আদলে পুতুল তৈরি করেছিলেন ম্যাটেল সংস্থার কর্ণধার রুথ হ্যান্ডলার। মেয়ের নামের সঙ্গে মিলিয়েই নাম রেখেছিলেন বার্বি। সেই থেকেই জনপ্রিয়তা পেয়েছে বার্বি ডল। বর্তমানে ভারত-সহ ১৫টি দেশে প্রায় ৫০ কোটি বার্বি বিক্রি হয়। 



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.