Header Ads

অসমে এক সপ্তাহ পর প্ৰথম পর্যারের নির্বাচন শুরু হতে চলেছে

দেবযানী পাটিকর, গুয়াহাটিঃ পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতে শুরু হতে চলেছে ১৭ তম লোকসভা নির্বাচন।  অসমে আর এক সপ্তাহ পর শুরু হতে চলেছে প্রথম পর্যায়ের নির্বাচন। এ নিয়ে এখন থেকেই তোড়জোড় শুরু হয়ে গেছে। আগামী১৮ মার্চ অসমে প্রথম পর্যায়ের ৫টি কেন্দ্ৰের  নির্বাচনের অধিসূচনা জারি করা হবে। ২৫মার্চ মনোনয়ন দাখিলের শেষ দিন। ২৬ মার্চে মনোনয়ন পত্রের পরীক্ষা এবং২৮ মার্চ  হল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন । ১১ এপ্রিল এই ৫ টি  কেন্দ্ৰে হবে ভোট গ্রহণ। তেজপুর ,কলিয়াবর, জোরহাট ,ডিব্রুগড় ও লখিমপুরে প্রথম পার্যারের ভোট গ্রহণ হবে।
দ্বিতীয় পর্যায়ে ৫টি  কেন্দ্ৰে নির্বাচনের জন্য ১৯ মার্চ নির্দেশনা জারি করা হবে। ২৬  মার্চ মনোনয়ন দাখিল করার শেষ দিন। ২৭ মার্চ মনোনয়ন পত্র পরীক্ষা করা হবে এবং ২৯ মার্চ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ও ১৮ এপ্রিল ৫ কেন্দ্ৰেকরিমগঞ্জ ,শিলচর ,স্বায়ত্তশাসিত জেলা ,মঙ্গলদৈ ও নগাঁওযে ভোট গ্রহণ হবে। তৃতীয় পর্যায়ে ৪টে কেন্দ্ৰে  নির্বাচন অনুষ্ঠিত  হবে। এর জন্য ২৮ মার্চে নির্দেশনা জারি করা হবে। ৪ এপ্রিল মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। ৫ এপ্রিল মনোনয়ন পত্র পরীক্ষা হবে এবং ৮ এপ্রিল মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। আগামী ২৩ এপ্রিল এই ৪ টে কেন্দ্ৰে গুয়াহাটি,কোকড়াঝাড়,বরপেটা,ধুবাড়িতে ভোট গ্রহণ হবে। ২৩ শে মে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.